ভালোবাসা একি মানে
দিন রাত তাকেই খোঁজে
করে মোন চুরি দুরে যাও তুমি
একি প্রেমে আমায় শেখালে
তুমি যে আমার প্রেম
তুমি যে আমার হৃদয়
তুমি যে আমার স্বপন
তুমি যে আমার জীবন ʅʅ
হৃদয় পোড়ে যে
তোমার কারণে
তুমি যে প্রেম শেখালে
মিষ্টি কথার দুষ্টুমিতে
আমায় তুমি ভোলালে
তুমি যে আমার আকাশ
তুমি যে আমার ফাগুন
তুমি যে আমার আশা
তুমি যে আমার অনুভব ʅʅ
সে দিন থেকে
বদলে গেছি
তোমায় কাছে যে পেয়ে
স্বপ্ন দেখালে
আমায় তুমি
নতুন এ কোন রং এ
তুমি যে আমার সুখ
তুমি যে আমার সময়
তুমি যে আমার ভুবন
তুমি যে আমার কবিতা ʅʅ
ভালোবাসা দিয়ে রাখবোরে বন্ধু
তোমাকে এই মনের গভীরে
চাঁদের আলো পড়ে
আমার মনের ঘরে
বাসবো যে ভালো তোমাকে
চোখ যেন পড়ে না
মনটা আমার মানে না
একটু কাছে আসি তোমার
প্রথম ভালোবাসা আমার ʅʅ
তোমার মায়ার জালে
বন্দি হয়ে আছি
স্বপ্ন যাবে বাড়ি
মায়া কুড়িয়েছি (২)
হারিয়ে গেছি কখন যে আমি
তোমারী ঐ হৃদয় গহীনে ʅʅ
মনের বাধনেতে তোমাকে বেঁধেছি
নিশি জাগা রাতে
তোমার সাথে সাথে (২)
সময় কাটে আমার
তোমায় ভালোবেসে
জানো কি ঐ প্রিয় আমারী ʅʅ
বলছি তোমার কানে কানে
আমার গানের সুরে ভালোবাসি ভালোবাসি
প্রাণ পেয়েছে আজকে আমার
তোমায় পেয়ে নুতন স্বপ্ন আঁকি ভালোবাসি
এই জীবনে তুমি সবচেয়ে দামি
তাইতো তোমাকে অনেক ভালোবাসি ʅʅ
তোমায় পেয়ে মন যে বলে
আগেও সাথি ছিলাম
থাকবো একিই চিরদিনই
ভালোবাসা দামি
দু’জনে চল ধরি স্বপ্নের বাঁশি
ভালবাসব যে সারা দিবানিশি
এই জীবনে তুমি সবচেয়ে দামি
তাইতো তোমাকে অনেক ভালোবাসি ʅʅ
প্রাণ পেয়েছে আজকে আমার
বুনছে অনেক বাসা
স্বপ্র অনেক দিনের আমার
বলবো মনের কথা
এক সাগরে মিলবে ভালোবাসা
তোমার আমার একি স্রোতে ভাসা ʅʅ
কোটি কোটি তারা দয়িে
আলপনা আঁকা রাত
জোসনা রাতরে গায়ে
জরানো চাঁদর
এমন মধুর রাতে মন বলে যায়(২)
তোমার পাসে বসে গল্প সাজায়
কোটি…………..
জোসনা…………চাঁদর
তুমি আমি রাত জগেে
চলোনা কোথাও হারয়িে যায়
রাত জাগা পাখি হয়ে দুজনে মধুর শুরে গান গাই (২)
মষ্টিি মষ্টিি বাতাস এসে
বলে যায় কানে কানে (২)
আমাকে মনে প্রানে করছেো আপন
কোটি কোটি তারা ………. ʅʅ
তুমি যনে ফুল হয়ে
সুরভি আমার প্রানে ঢালছ
আবসেে অনুভবে
হৃদয়ে তুমি ঝর তুলছে (২)
চোখে চোখে চোখ রখেে
বলে যাও চুপি সারে (২)
হলো যে সুখে মোরা
প্রতটিি প্রহর
কোটি কোটি তারা ………. ʅʅ
তুমি আমার সকাল
তুমি আমার মন
তুমি আমার আশা
তুমি আমার জীবন-মরণ
তুমি আমার সময়
আমি তোমার স্বপন
কেমন করে বলি
তুমি যে বড়ই আপন
তুমি আমার আকাশ
তুমি আমার সুখ তারাটা
তুমি আমার ঘুম
তুমি আমার জেগে থাকা রাত ʅʅ
চোখে চোখে কথা হবে
মনে মনে ভালোবাসা
ডুবে ডুবে দু’জনে মোরা
পার হবো সুখেরি ভেলায়
তুমি আমার শুধুই আমার
তুমি আমার আর কারো নও
তুমি আমার সুখ
তুমি আমার শান্তির নীড়
তুমি আমার ঘুম
তুমি আমার জেগে থাকা রাত ʅʅ
ক্ষণেক্ষণে অভিমান হবে
ভাঙ্গাবে তুমি নিরবে
ইশারায় ডাক দিয়ে যাবে
ভালোবাসার এই খেয়ায়
শুধু তোমার ভালোবাসায়
তুমি আমার শুধুই আমার
তুমি আমার প্রেম
তুমি আমার নতুন জীবন
তুমি আমার ঘুম
তুমি আমার জেগে থাকা রাত ʅʅ
হারিয়ে যাবে তোর সীমানায়
মেঘ হয়ে আজ উড়ে যেতে চাই
ছুয়ে দিবো আজ মন আঙ্গিনা
মনেরি পাড়ায় ঘুরে যে বেড়ায়
আবছা আলোয় তোকে যে হারায়
ভালো লাগে না যে আর তোকে ছাড়া
এই মনটা হয় যে পাগল পাড়া (২)
ভালো লাগে না লাগে না
তোকে ছাড়া
মন থাকে না থাকে না তোকে ছাড়া ʅʅ
চোখেতে চোখেতে
হল যে আজ দেখা
মনেতে মনেতে আজ
বাধলো নতুন আশা
এলোমেলো মন হয়ে গেল কখন জানিনা
তুমি তো আমার সবকিছু
তুমি তো শেষ ঠিকানা
হারাতে দিব না কখনো
হারাতেও চাইনা ʅʅ
ঘুম আসে না তোমাকে ভেবে
এই মন পড়ে রয়
শুধু তোমার কাছে
ভাল লাগে না অন্য সবকিছু
সারাক্ষণ শুধু তুমি থাক ও পাশে
এলোমেলো …………………. ʅʅ
চোখের আড়াল হলে
এমন তোমাকে খোজে
যতন করে রেখে দিও
দিব প্রেম তোমাকে
উজার করে দিব এ ভালবাসা
বাধবো যে তোমায় প্রেম আজ চিরতরে
এলোমেলো …………………. ʅʅ
চঞ্চলা হাওয়ারে ধীরে ধীরে চলরে
গুন গুন গুঞ্জনে ঘুম দিয়ে যা রে
পরদেশী মেঘ রে আর কোথাও যাসনে
বন্ধ ঘুমিয়ে আছে দে ছায়া তারে বন্ধ ঘুমায় রে
আয়রে মেঘ আয়রে আয়রে মেঘ আয়রে
ওগো ফুল তুমি আজ ঝরে যাওনা
এই মধু খনে বাসরও সাজাও না
ও আচল তুমি দূরে সরে যেও না
মুখ ঢেকে রাখো লাজ কেড়ে নিও না
পরশে মনেরে আজ মন কাছে পেয়েছে
পরদেশী মেঘ রে আর কোথাও যাসনে
বন্ধ ঘুমিয়ে আছে দে ছায়া তারে বন্ধ ঘুমায় রে
আয়রে মেঘ আয়রে আয়রে মেঘ আয়রে
ওগো মেঘ তুমি এত জোরে এসো না
ঝড় হয়ে শেষে ঘুম ভেঙ্গে দিওনা
ঘুম ভেঙ্গে গেলে সে তো পাশে রবে না
না বলা কথা আর বলা হবে না
কি যেন দিতে তারে আরো বাকি রয়েছে
পরদেশী মেঘ রে আর কোথাও যাসনে
বন্ধ ঘুমিয়ে আছে দে ছায়া তারে বন্ধ ঘুমায় রে
আয়রে মেঘ আয়রে আয়রে মেঘ আয়রে
তুমি চেয়েছিলে ওগো জানতে
কেন এত ভালোলাগে তোমাকে
আমি ভহুবার ভেবে দেখেছি তার উত্তর কিছু জানি না ।।
শুধু জানি তুমি আছো তাই ভালোলাগে পৃথিবীকে
তুমি আজও ভালোবাস তাই ভালোবাসি জীবনকে
ওগো তোমায় ছাড়া এই পৃথিবীতে এই জীবনকে চাই না
আমি আর কিছু জানি না
তুমি চেয়েছিলে ওগো জানতে ।
তুমি যখন ছিলেনা ওগো তখন সুখ ছিলোনা
তখন আমার কবিতার সাধনা সুরের আরাধনা
বিভয় বেদনে হারাতো
সেই তুমি ফিরে এলে তাই বেঁধে রাখি কবিতাকে
সেই আমি সেই তুমি তাই সুরে বাঁধি বাঁশিটিকে
ওগো তোমায় ছাড়া এই কবিতাকে এই বাঁশিটিকে চাইনা
আমি আর কিছু জানি না, তুমি চেয়েছিলে ওগো জানতে…।
এই মধু চাঁদ আর এই জ্যোৎস্না
এই মধু চাঁদ আর এই জ্যোৎস্না
তুমি আমি পাশাপাশি দুজনা
মন চায় এই নীল কাহিনি লিখি
তুমি আমি পাশাপাশি দুজনা
মন চায় এই নীল কাহিনি লিখি
কবি হয়ে করি আমি গান রচনা
এই মধু চাঁদ আর এই জ্যোৎস্না
তুমি আমি পাশাপাশি দুজনা
কাহিনির মত মনে হয়
আমি এক প্রেয়সী তুমি প্রেমময়
কাহিনির মত মনে হয়
আমি এক প্রেয়সী তুমি প্রেমময়
হৃদয়ের আকুলতা জীবনের মুখরতা
যায়না বেঁধে রাখা যায় না
এসো হে রাত্রি রূপসী মায়ায়
এসো হে রাত্রি রূপসী মায়ায়
চলেছি কোথায় সে তো জানি না
স্বপ্নের মত লাগে সব
প্রিয় তুমি নিয়ে এলে একি উৎসব
মায়াভরা এ লগন মধুময় এ স্বপন
জীবনের সাথি হয়ে থাক না
প্রেম ছিল স্বপনের সোনার হরিণ
প্রেম ছিল স্বপনের সোনার হরিণ
খুঁজে পেয়েছি আমি তার ঠিকানা
এই মধু চাঁদ আর এই জ্যোৎস্না
তুমি আমি পাশাপাশি দুজনা
মনের সাথে মন বেধেছি তোর প্রেমে আজ পাগল হয়েছি
জীবনে কিছু নেই তুই ছাড়া মনেরি গভীরে তোকে রেখেছি
জেনে রাখ এই মনে আছে কত সাধ
একটাই মন যে আমার আজ চেয়েছে তোকে
এই মায়ায় বাঁধনে আজ বেধেছি যে তোকে
শুধু একটিবার তাকিয়ে দেখ এ দুচোখে
মনের সাথে মন বেধেছি তোর প্রেমে আজ পাগল হয়েছি
জীবনে কিছু নেই তুই ছাড়া মনেরই গভীরে তোকে রেখেছি ,
কখন যে তোর আমি হয়েছি বুঝিনি
আনমনা মন তোকে চায় সারাক্ষন
এই ছোঁয়া আগে কখনো খুজিনি
জেনে রাখ এই মনে আছে কত সাধ
একটয় মন যে আমর আজ চেয়েছে তোকে
এই মায়ায় বাঁধনে আজ বেধেছি যে তোকে
শুধু একটিবার তাকিয়ে দেখ এ দুচোখে
কিছুতে ভোলা গেলো না যে
তোমাকে কি ভুলে থাকা যায়
ও ও কিছুতে ভোলা গেলো না যে
বার বার মনে পরে যায়
এক যুগ কেটে গেলো তোমাকে না দেখে ।।
তবু তুমি পাশে আছো
এই মনে হয় এই মনে হয়
ও ও কিছুতে ভোলা গেলো না যে
তোমাকে কি ভুলে থাকা যায়
স্মৃতি পাতা গুলো মুছেনি এখনও
সেখানে তুমি ছাড়া কেউ নেই যেন ।।
আমার এ মন জুড়ে প্রেমে কবিতা পড়ে
সে কবিতা এখনও
মনে পড়ে যায় মনে পড়ে যায়
কিছুতে ভোলা গেলো না যে
তোমাকে কি ভুলে থাকা যায়
আগের সে দিন গুলি ভুলিনা কখনও
মধুর সে ক্ষনে তুমি রয়ে যাও এখনও ।।
ভাবতে তোমায় ঘিরে কিছুটা ভরে
এখনও সে ভালোবাসা
দিয়ে তুমি যাও দিয়ে তুমি যাও
কিছুতে ভোলা গেলো না যে
তোমাকে কি ভুলে থাকা যায় ।।
ভালোবাসি তোমাকে রোদেলা বিকেলে
আরো কাছে আসাতে তোমাকে পাওয়াতে ।।
কাটাবো সময় শুধু নিরজন প্রহরে
রেখেছি তোমায় আমি আদরে নিভিড়ে
বাতাসের কানে কানে কিছু গান শুনাতে
ভালোবাসি তোমাকে রোদেলা বিকেলে
আরো কাছে আসাতে তোমাকে পাওয়াতে ,
নিবু নিবু আলোতে কিছু ভালোবাসাতে
কবিতা লিখে যাই তোমাকে সাজাতে ।।
সময় চলে যায় দু-চোখের ভাষাতে
কত কিছু বয়ে যায় মৌসুম বাতাসে
দুটি মনে ভেসে গেছি প্রেমের ভেলাতে
ভালোবাসি তোমাকে রোদেলা বিকেলে
আরো কাছে আসাতে তোমাকে পাওয়াতে
চোখে চোখে চোখ রেখে আরো ভালোবাসাতে
দুটি মন এক হয়ে মেশে গেছি চাওয়াতে ।।
তুমি যে আমার কাছে রাত্রির জোৎস্ননা
নিরব সময় মাঝে সুখেরি ঠিকানা
তোমাকে ছাড়া এমন কিছু বোঝেনা
ভালোবাসি তোমাকে রোদেলা বিকেলে
আরো কাছে আসাতে তোমাকে পাওয়াতে ।
আকাশের ঔ মিটিমিটি তাঁরার সাথে
কইবো কথা নাইবা তুমি এলে ।।
তোমার স্মৃতির পরশ ভরা
অশ্রু দিয়ে গাথবো মালা
নাইবা তুমি এলে
আকাশের ঔ মিটিমিটি তাঁরার সাথে
কইবো কথা নাইবা তুমি এলে,
সেই শেফালীরও সনে চুপি চুপি কথা
মন বাতায়নে সুরের জাল গাথা
আধো লাজে আধো ভয়ে
আধো লাজে আধো ভয়ে
আমি কিছু বলিনি তো
তুমি কিছু জাননি তো
না বলা না জানার ব্যথা
রয়ে গেল মনে মনে
জীবনের এই নিভে যাওয়া
প্রদীপ’টুকু নাইবা জলে
নাইবা তুমি এলে,
সেই হারানো দিনগুলি যদি মনে পড়ে
ভুলে যেও ওগো সবই চিরতরে
আমার গোপন ব্যথা
আমার গোপন ব্যথা
তুমি কভু জেনো নাকো
আমায় কভু চেয়ো নাকো
না জানা না চাওয়ার কথা
মুছে যাবে কোন ক্ষণে
সমাধির পরে মোর ঝরা বকুল মালা নাইবা দিলে
নাইবা তুমি এলে
দু-চোখে আঁকা স্বপ্ন নিয়ে
মনের মাঝে যায় সাজিয়ে ।।
তোমারি জীবনে ছন্দ হয়ে
ভোরেরি সূর্য যেমন আসে
রাতের আকাশে চন্দ্র ভাসে ।।
জীবনে যত সুখের পরশ
হবেনা কখনো দুখের কারন
ঝিনুকে মুক্ত রাখে যেমন
লুকিয়ে রাখবো তোমায় তেমন ।।
জনমও জনম রব সাথে
একি সুতায় মালা হয়ে
থাকো পাশাপাশি দুজনে মিলে ।।
তুমি আছো হৃদয় জুড়ে
যেওনা কখনো আমায় ছেড়ে
ফুলেরি পাপড়ি যেমন থাকে
রৃত্তের আবেসে জড়িয়ে রখে ।।
প্রতি নিঃস্বাশে আছো মিশে
মন মূয়রী নেচে উঠে
তোমারী প্রেমের বৃষ্টি হয়ে
ঝিক মিক রূপালী চাঁদের জোৎস্না
মিষ্টি বাতাস করে ভালোবাসা রচনা
এই রাত কখনও ভোর যেন না হয়
আরও কিছু বলতে তোমাকে মন চায় ।।
আকাশের গায়ে শুক তার নেই
আছে তোমার দু-চোখে
শান্তির পায়রা তুমি শুধু
আমার বুকের গভীরে ।।
তোমাকে ঘিরে স্বর্গ গড়ে যাই
আমার মনের ঘড়ে
ঝিক মিক রূপালী চাঁদের জোৎস্না
মিষ্টি বাতাস করে ভালোবাসা রচনা
বাঁচবো আমি তোমাকে নিয়ে
মরবো তোমারি কাছে
ধন্য আমি এ জীবনে
তোমাকে পাশে যে পেয়ে ।।
প্রতিটি নিঃশ্বাস আজকে বলে যায়
তোমারি আমি শুধু তোমারি
ঝিক মিক রূপালী চাঁদের জোৎস্না
মিষ্টি বাতাস করে ভালোবাসা রচনা
এই রাত কখনও ভোর যেন না হয়
আরও কিছু বলতে তোমাকে মন চায় ।।
সময়ের কি দোষ আছে বলো
মন বলে একটু ভালোবাসো
কালো কালো রাতে চাঁদের আলো
যতটুকু আছে ভালোবাসা আজ তোমায় দেব
আমিতোমায় দেব ।। আমি তোমারি হবো
চলো না যাই ডেকেছে রংধনু সাথে রং
গোধুলী যখন সাগর তীরে
নুপূর পড়া পা আমার ভেজাবো
সাগর জলে তোমার ঐ হাত ধরে
কালো কালো রাতে চাঁদের আলো
যতটুকু আছে ভালোবাসা আজ তোমায় দেব
আমিতোমায় দেব ।। আমি তোমারি হবো
আশেপাশে ঝিকি মিকি বন্ধুরা
আকাশ পানে তাকিয়ে দেখো
মায়া ভরা আমার আচল তলে
লুকাবো দুজন দুষ্ট এ বৃষ্টিতে
কালো কালো রাতে চাঁদের আলো
যতটুকু আছে ভালোবাসা আজ তোমায় দেব
আমিতোমায় দেব ।। আমি তোমারি হবো
সময়ের কি দোষ আছে বলো
মন বলে একটু ভালোবাসো
কালো কালো রাতে চাঁদের আলো
যতটুকু আছে ভালোবাসা আজ তোমায় দেব
আমিতোমায় দেব ।। আমি তোমারি হবো
কত মিষ্টি করে ডাকে
আমার মেয়ে ওগো মা
কত মধুর করে ডাকে
আমার ছেলে ওগো মা
ধন্য আমি এখন পূর্ণ আমি তখন
যখন ভাবি জন্মেছি এই দেশে
বাংলা মায়ের বাংলাদেশে
কত মিষ্টি করে ডাকে
আমার মেয়ে ওগো মা
কত মধুর করে ডাকে
আমার ছেলে ওগো মা
আমার মাকে তো আমি বলি
দুঃখ সুখের কথা
বাংলা আমার মাথার মুকুট তেমনি স্বাধীনতা ।।
একটাই চাওয়া জীবনে আমার
বিধাতার কাছে মিনতি করা
মরন যেন হয় এই মাটিতে
বংলা মায়ের সুখের কোলে
কত মিষ্টি করে ডাকে
আমার মেয়ে ওগো মা
কত মধুর করে ডাকে
আমার ছেলে ওগো মা
আমার বাবা তো আমাকে বলে
এ দেশ নিয়ে কত কথা
সবার আগে দেশকে ভেব
দেশের মানুষের ব্যাথা
হিন্দু মুসলিম নেই ভেদাভেদ
বৌদ্ধ খৃষ্টান সবার এ দেশ
সব জাতি মা বাই বোন
বাংলাদেশের মানুষ এইতো কারন
কত মিষ্টি করে ডাকে
আমার মেয়ে ওগো মা
কত মধুর করে ডাকে
আমার ছেলে ওগো মা…ঐ।
প্রেম কি আগে বুঝিনি
বুঝিনি তো আগে
আজকে হলো রে আমার ।।
তুমি কোথায় যে ছিলে কোন দেশে
সবপ্ন ঢেউয়ে ডুবেছি আমি
পিছু ডাকছে বারে বার
মন বাঁচেনা তোমায় ছাড়া
তোমায় ছেড়ে কোথাও যাবো না
কি আছে আর তুমি ছাড়া এ আমার
বাঁচে না যে তুমি ছাড়া
কাটে না দিন তুমি ছাড়া
মাতাল মন যাবে
তোমার সাথে তোমার সাথে
হারিয়ে যেতে চায়
তোমার মাঝে তোমার মাঝে ।।
রাত সকাল লিখছে তোমার হাত নাম
তুমি আসোনা মন বাঁচেনা তোমায় ছাড়া
তোমায় ছেড়ে কোথাও যাবো না
কা আছে আর তুমি ছাড়া এ আমার
ইচ্ছেরা মেলেছে দেখো
আজ ডানা আজ ডানা
তোমার সাথে পালাবো
নেই কোন বাধা কোন বাধা ।।
সব সীমানার লাগাম আজ
তুমি ভেঙ্গে দাওনা
মন বাঁচেনা তোমায় ছাড়া
তোমায় ছেড়ে কোথাও যাবো না
কি আছে আর তুমি ছাড়া এ আমার
প্রেম কি আগে বুঝিনি
বুঝিনি তো আগে
আজকে হলো রে আমার …ঐ।।
পাখি যা যা যারে পাখি যা যা যা আকাশে উড়ে
রাখবোনা আর খাঁচায় তোরে ধরে
আমার বন্ধু এসেছে আমার মনের ঘড়ে ।।
পাখি যা যা যারে পাখি যা যা যা আকাশে উড়ে
রাখবোনা আর খাঁচায় তোরে ধরে
আমার বন্ধু এসেছে আমার মনের ঘড়ে,
এতদিন তুই বন্দি ছিলি বুঝিনি তখন
মনের মানুষ থাকলে সরে হয়রে কেমন মন ।।
বনধুকে যে বড় ভালোবাসি
মনটা যে থাকে তাই তো উদাসী ।।
পাখি যা যা যারে পাখি যা যা যা আকাশে উড়ে
রাখবোনা আর খাঁচায় তোরে ধরে
আমার বন্ধু এসেছে আমার মনের ঘড়ে,
মনের মাঝে স্বপ্ন দেখার লাগে শিহিরন
জানিনা সে কিভাবে যে করলো নিমন্ত্রন ।।
একা একা বসে আমি ভাবি
ভালোলাগা কাকে বলে নাকি ।।
পাখি যা যা যারে পাখি যা যা যা আকাশে উড়ে
রাখবোনা আর খাঁচায় তোরে ধরে
আমার বন্ধু এসেছে আমার মনের ঘড়ে ।।