মন লাগেনা লাগেনা আর কাজে ʅʅ
দূরে দূরে বন্ধু আমার ভিন দেশে থাকে ʅʅ
কি যে যতনা সহেনা এই প্রাণে ʅʅ
মন লাগেনা লাগেনা আর কাজে ।
মাথার ফিতা কানেরি দুল, দিবি নাকি নাকেরি ফুল
পায়ে আলতা রেশমি চুড়ি, আনবে নাকি ঢাকাই শাড়ি
ও—ও কথা শুধু দিয়ে গেলি বলিস কেন মিছা
হায় আসবি বলে আসলিনা রে থাকি পথো চাইয়া
পিরিতটা তোর এমন কেন বুঝি না রে সখা ʅʅ
মন লাগেনা লাগেনা আর কাজে ।
ভালোবসা দিবি বলে, থাকিস কেন দূরে সরে
ও—ও যাবি নাকি সিনেমা হলে সেই কথা গেলি ভুলে
ও—ও ভুলে ভুলে বছর গেলো জীবনটা যে বৃথা,
হায় পরান বন্ধু পরান কাড়ে পিরিতি শিখাইয়া
পিরিতটা যে মিঠা লাগে বুঝিনা রে সখা ʅʅ
মন লাগেনা লাগেনা আর কাজে ।
নদীর জল তরঙ্গ মাঝে ভাঁসে যে তোমার মুখ
সেই মুখটা দেখে আমার লাগে বড় সুখ
কুসুম কুসুম প্রেম বন্ধু নিয়ে আসে
সেই প্রেমটা ভাঁসে দিন রাত বার মাসে
মনেরও কথা বলে বন্ধু আমার
সুখেরও ছবি আঁকি আমি দিন ভর
পিরিতির নেশা আমায় শুধু যে বাড়ে
বন্ধুকে ছাড়া আমি বাঁচি কি করে
ও হো—আ——হা——-
ভালোবাসি আমি তোমায় জানোনা যে কত
নদীতে আছে জল ভালোবাসি তত
তোমার আমার প্রেমরে বন্ধু ফুলেরি মত
গন্ধ ছড়ায় যেন ভালোবাসার মত
তোমার মুখের কথা মিঠা মিঠা লাগে
পিরিতি এমন কেন বুঝিনি তো আগে
কুসুম কুসুম প্রেম রে বন্ধু উতালা এ মনে
ভোরের ঐ কুয়াশায় ভালোবাসা হয়ে
বন্ধু তোমায় আমি রাখি জড়িয়ে
খুজে পাই তোমাকে সকালের রোদে
মনের সাথে মনটা বাঁধি দুজনে মিলে
পিরিতেরি নেশা বন্ধু তোমায় টানে
মনটা ছুটে যায় বন্ধু তোমার পানে
কুসুম কুসুম প্রেম রে বন্ধু অন্তরে অন্তরে
বন্ধু তোরে চিঠি দিলাম
প্রেমের কালি দিয়া
প্রেমের কালি দিয়া
ও লিইখা দিলাম মনের কথা
চিঠি লিখিয়া
চিঠি লিখিয়া
পোড়া দু’নয়ন কাঁদে তোরী লাগিয়া
তোরী লাগিয়া (২) ʅʅ
বর্ষাকালে টাপুর টুপুর
বৃষ্টি যখন ঝরে
তোরী কথা তখন আমার
শুধু মনে পড়ে (২)
তোরী আশায় পথ চাইয়া
গেলো চোখে নদী বইয়া
রুমালে তুই চোখের পানি
দিবি মুছিয়া ʅʅ
বুঝলি নারে এতদিনে
মনটা খাঁটি সোনা
বুকে আমার দুঃখ সুখের
চলে আনাগোনা (২)
কবে যে তোর মিলবে সময়
আপন করে নিবি আমায়
রুমালে তুই চোখের পানি
দিবি মুছিয়া ʅʅ
আমার ঐ পাড়েতে বন্ধুর বাড়ী
মাঝে অথৈ নদী বয়
এই পিরিতি কেমন কইরা হয়
ও বন্ধুরে
এই পিরিতি কেমন কইরা হয়
ওরে বন্ধু আমায় ভালোবাসিয়া
ঘর বাধিল
ঐ পাড়ে গিয়া (২)
আমার মনের আগুন জ্বলে দ্বিগুণ (২)
এখন খবরও না লয়
বন্ধুর দেখা নাহি পাই ʅʅ
হায়রে আমার জায়গায়
তুমি থাকিলে
বুঝতে বন্ধু দিন যায় কি করে (২)
আমি হাজার লক্ষ
মানুষ দেখি (২)
বন্ধুর দেখা নাহি পাই ʅʅ
ও মন আলা তোর মনটা যা ।।
ও মন আলা তুই করলি দিওয়ানা
মন যায়রে উড়ে তার নেই যে ঠিকানা
শুধু শুধু তোকে পাবার বাসনা
এই মনটা যে তোকে ছাড়া কিছুই বোঝেনা
ও মন আলা তোর মনটা যা ।।
মনটা দিয়ে যা তুই মনটা দিয়ে যা
মনটা দিয়ে যা তুই মনটা নিয় যা
মনের বাগানে আমার
শুধু নতুন প্রেমের ফুল ফোঁটে
মনের পাহাড় বেয়ে ভালোবাসা
তোমার যায় দল বেধে
শুধু শুধু তোকে পাবার বাসনা
এই মনটা যে তোকে ছাড়া কিছুই বোঝেনা
ও মন আলা তুই করলি দিওয়ানা
মন যায়রে উড়ে তার নেই যে ঠিকানা
ও মন আলা তোর মনটা যা ।।
সবকিছু উলট পালট
আমি কি যে করি নিজেই জানানা
তবে যে করবো রা যে
তুই করবি পরম মনের কামনায়
শুধু শুধু তোকে পাবার বাসনা
এই মনটা যে তোকে ছাড়া কিছুই বোঝেনা
ও মন আলা তুই করলি দিওয়ানা
মন যায়রে উড়ে তার নেই যে ঠিকানা
ও মন আলা তোর মনটা যা ।।
মনটা দিয়ে যা তুই মনটা দিয়ে যা
মনটা দিয়ে যা তুই মনটা নিয় যা
উরু উরু পাখি খাঁচা ভেঙে ফাঁকি
দিয়ে যাবে সে কি আমি জানতাম
তবে কি সোনার শিকল ভেঙে
মুক্ত মালা কিনে আনতাম ।।
উরু উরু পাখি…
ভাঙা খাঁচায় শুন্য ঘরে
ভাঙা বুকে কেঁদে মরি ।।
যদি জানা জেত তার মনেরি খবর
তবে কি হার মানতাম
উরু উরু পাখি…
বুকের ব্যথা বুকের মাঝে
পোড়ায় শুধু ধুঁকে ধুঁকে ।।
যদি মোছা যেত তার স্মৃতির ছবি
তবে কি এভাবে আমি কাঁদতাম
উরু উরু পাখি খাঁচা ভেঙে ফাঁকি
দিয়ে যাবে সে কি আমি জানতাম
তবে কি সোনার শিকল ভেঙে
মুক্ত মালা কিনে আনতাম ।।
উরু উরু পাখি…