এক কালো মেয়ে ছিলো
বড় ভালো সেই সবারি অন্তরে।।
সে যে চনচলা হরিণীর মত
হাসতো খেলতো আর বেড়াতো
বাবার চোখের মণি হয়ে
মায়ের আদরে দিন কাটাতো
স্বপ্নের দিন সে গুনতো
এক কালো মেয়ে ছিলো
বড় ভালো সেই সবারি অন্তরে।
একদিন হঠাৎ চলে গেলো সে
ভিন গায়ে নব বধু সেজে
চলেছিল দিন স্বপ্ন রঙ্গিন
নতুন এক হাত ধরে
মাঝে মাঝে ঝড় হাওয়া বয়ে চলে
অশান্তি এক নির্মমে
তবুও সে সব কিছু মেনে নিতো
এক কালো মেয়ে ছিলো
বড় ভালো সেই সবারি অন্তরে।
পারলো না বাবা দিতে যত
তাদের মনের মত করে
অসহয় হয়ে ফিরলো সে মেয়ে
দুচোখে অশ্রু শুধু ঝড়ে
পথের পানে সে চেয়ে থাকে
যদি কখনো তার দেখা মেলে
কষ্টে দিন যায় মন পোড়ে
এক কালো মেয়ে ছিলো
বড় ভালো সেই সবারি অন্তরে।
বন্ধু কাছে জানতে সে পারে
নতুন সঙ্গি নিয়ে সে ভালই আছে
সমাজের এই অবক্ষয়ে কত আজ হারিয়ে গেছে
প্রতিবেশিরা করে গুনজনা
পদে পদে পায় সে লাঞ্চনা
অসহয় সে এক কালো মেয়ে
এক কালো মেয়ে ছিলো
বড় ভালো সেই সবারি অন্তরে।
মায়া লাগাও তুমি যাদু কর ʅʅ
জানিনা কি করে তুমি মনটা ধর
বন্ধু জানিনা কি করে তুমি মনটা ধর
তুমি দূরে চলে গেলে দুটি চোখে নদী বহে ʅʅ
পিরিতি সাজাও তুমি এমনি করে
বন্ধু পিরিতি শেখাও তুমি এমনি করে,
মায়া লাগাও তুমি যাদু কর ʅʅ
জানিনা কি করে তুমি মনটা ধর।
পিরিতি নেশা আমায় কেন পিছু ছাড়েনা
কেন পিছু ছাড়েনা, কেন পিছু ছাড়েনা
স্বপ্নে আসো তুমি পরানে আর সহেনা
বন্ধু রে——-ও —ও বন্ধু রে——-
তোমার চলা আমার চলা নাই এক খানে
বন্ধু তুমি থাকো তবু আমার মনের প্রাণে ʅʅ
মায়া লাগাও তুমি যাদু কর ʅʅ
জানিনা কি করে তুমি মনটা ধর।
পিরিতে ফোটে যে ফুল মনেরি এ বাগানে
মনেরি এ বাগানে, মনেরি এ বাগানে,
ও—ও পিরিতে ফোটে যে ফুল মনেরি এ বাগানে
ভোমর হয়ে সুর তুলে যাও প্রেমেরি লগনে
বন্ধু রে——-ও —ও বন্ধু রে——-
বন্ধু তোমার ছলা কলা সহেনা এ প্রাণে
মনেরি টান মারো তুমি মায়ারি বাঁধনে ʅʅ
মায়া লাগাও তুমি যাদু কর ʅʅ
জানিনা কি করে তুমি মনটা ধর।
বদলে যাবে
তোমায় পেলে
এ জীবন আমার
ভাসবো তখন
সুখের মেলায়
সঙ্গী হয়ে তোমার (২)
সাদা কালো এ জীবনটা
তোমারি রঙ্গের তুলি দিয়ে
ভালোবাসার জল ছবিটা তুমি
এঁকে যাও ʅʅ
কেটে যাবে বিষন্নতা
ভুলগুলো সব ফুল হবে
বয়ে যাবে প্রেমের ধারা
এলোমেলো যতো পথগুলো ধরে
অগোছালো যতো সময়
মনেরি শহর ধরে
ইচ্ছেগুলো সাজিয়ে নিবো
শুধু দু’জনে ʅʅ
ও ফেরিওয়ালা
মন ফেরিওয়ালা
মন নিয়ে ঘোরো
দাও শুধু জ্বালা
তোমার অন্তরের বন্দরে
মনটা যে পড়ে থাকে
তুমি যে সে কথা
বুঝেও বোঝনা ʅʅ
চিলেকোঠায় বসে
তোমার অপেক্ষায়
গোপনে প্রেম ডাকে
কি যে ইশারায়
সেই প্রেমেরি খেয়ালে
কোন কারণে ডুবে থাকে
তুমি সে কথা
বুঝেও বোঝ না ʅʅ
সোনালী সোনালী
এই বিকেল বেলায়
খোলা হাওয়ায় এসে
প্রেম কবিতা শোনায় (২)
উড়ে আসা ছেড়া পাতা
ভালবাসার কথা লেখা
তুমি সে কথা
বুঝেও বোঝ না ʅʅ
ভালোতো ছিলাম আমি ছোট্ট বেলাতে
স্বপ্ন ছিল যত পুতুল খেলাতে
কাটতো দিন যে আমার বন্ধুদের সাথে
খেলাতে মন মাতাতাম তাদেরি সাথে
কাটতো দিন যে আমার বন্ধুদের সাথে
খেলাতে মন মাতাতাম তাদেরি সাথে
এখন আমার দিন কাটেনা একলা ঘড়েতে
ফিরে যেতে চাই যে আমি কিশোর বেলাতে ʅʅ
খেলছি কাঁনামাছি গোল্লাছুটের দৌড়
হারাবো আজকে তাদের এই তো মনের জোর
এক্কা দোক্কা পায়েরর তালে
খেলছি কত খেলা সবাই মিলে
এখন আমার দিন কাটেনা একলা ঘড়েতে
ফিরে যেতে চাইযে আমি কিশোর বেলাতে ʅʅ
দুপুরে চুপি চুপি আমের বাগানে
চুরি করে আম মাখাতাম বন্ধু সকলে
কখনো পড়তো ধরা মায়েরি কাছে
ছোটা ছুটি লুটোপুটি মাটিরও সাথে
এখন আমার দিন কাটেনা একলা ঘড়েতে
ফিরে যেতে চাইযে আমি কিশোর বেলাতে ʅʅ
আমরা সবাই মিলে স্কুল পালিয়ে
গামছায় ছেঁকে ছেঁকে মাছ ধরিতে
আনন্দে ভরা ছিলো শৈশবেরি কাল
গল্প শোনা যেতো দাদীরি কাছে
এখন আমার দিন কাটেনা একলা ঘড়েতে
ফিরে যেতে চাইযে আমি কিশোর বেলাতে ʅʅ
ভালোতো ছিলাম আমি ছোট্ট বেলাতে
স্বপ্ন ছিল যত পুতুল খেলাতে
কাটতো দিন যে আমার বন্ধুদের সাথে
খেলাতে মন মাতাতাম তাদেরি সাথে
কাটতো দিন যে আমার বন্ধুদের সাথে
খেলাতে মন মাতাতাম তাদেরি সাথে
এখন আমার দিন কাটেনা একলা ঘড়েতে
ফিরে যেতে চাইযে আমি কিশোর বেলাতে ʅʅ
ফেরারী এ মনে আমারি
কত কিছু বাসা বেঁধেছে
শূণ্যতার মাঝে আমি
হয়তো বা হারিয়ে গেছি
নিঃসঙ্গ জীবনে
বিচ্ছিন্ন প্রেমেতে
কত কিছু ভেবেছি
মনে মনে রেখেছি
কিছু না পেয়ে ফিরেছি
কিছু না পেয়ে ফিরেছি ʅʅ
জীবনের এই গোলক ধাঁ ধাঁ
শুধু যে পথে কাটা
মনেরি জানায় জেনেছি (২)
কখনো কাছে আছে
কখনো দূরে যাওয়া (২)
স্বপ্নে তাকে রেখেছি ʅʅ
তোর প্রেমের পিছুটানে
অজানা স্বপ্ন মনে
সব কিছু হারিয়ে ফেলেছি (২)
দীর্ঘশ্বাস এই মনে
স্মৃতিরা জাল বুনে (২)
ভাঙ্গা মনেই চলেছি (২)
ভাগ্যের চাকা ঘোরে না ওদের
ভাগ্যের চাকা ঘোরে না
জীবন নদী চলে না ওদের
দেখ ফুটপাতে রাজপথে পড়ে আজ
খোলা আকাশের নীচে বৃষ্টি রোদে
এক মুঠো খাদ্য জোটাতে ওদের
সকাল সন্ধ্যা ছুটতে থাকে
ভাগ্যের চাকা ঘোরে না. . .. . . . . . .
লা . . . . লা . . . . লা ʅʅ
পাওনা না পাওয়ার হিসেব তারা করে না
আধো পেটে খাবার পেলে খুশি মনে ধরে না
ময়লা কাপড়ে সাবান তাদের জোটে না
তবুও কোন অভিযোগ তারা করে না (১)
অট্টালিকার ভিড়ে খুজে ঘুরে ফিরে
তবুও কিছু যেন মেলে না (২)
ভাগ্য ওদের তবুও ফেরে না ʅʅ
মাঘের শীতে শীত যে আর সহে না
থরো থরো কাপে দেহ
রাত্রে ঘুম আসে না
জীবন চলার পথে
সুখের স্বপ্ন তারা দেখে না
তবুও তাদের জীবন গতি থামে না (২)
দেখ অলস সময় কাটে তাদের
কাজের সন্ধান মেলে না (২)
ভাগ্য ওদের ফেরে না …………………. ʅʅ
Discover the exciting world of Vulkan online gaming, where you can immerse yourself in a variety of engaging casino experiences. For a deeper dive into these thrilling options, explore our comprehensive guide on Vulkan online games.If youre eager to explore the excitement of online gambling, Vulkan for real money offers a thrilling experience with its wide range of slot machines and other captivating games. Whether youre a seasoned player or new to the world of online casinos, this platform provides an engaging environment to test your luck and strategy.