ছন্দে ছন্দে ঢেউ তুলে যায় মন ভোমরায়
কি জানি কি ইশারাতে শিষ দিয়ে যায়
তার সুরেতে পাগল হয়ে আমি অবেলায়
ভেবে ভেবে দিন কেটে যায় স্বপনে হারাই ।।
তার নয়ন জুড়ে আলো ছাতা মুখেতে মধু
তার প্রেমেতে পাগল আমি করেছে যাদু ।।
ছন্দে ছন্দে ঢেউ তুলে যায় মন ভোমরায়
কি জানি কি ইসারাতে শিষ দিয়ে যায়,
তার হাসিতে যাই দুঃখ ভুলে ছোঁয়াতে নেশা
তার বুকেতে মরন হবে মনেতে আশা ।।
ছন্দে ছন্দে ঢেউ তুলে যায় মন ভোমরায়
কি জানি কি ইসারাতে শিষ দিয়ে যায়,
তার সুরেতে পাগল হয়ে আমি অবেলায়
ভেবে ভেবে দিন কেটে যায় স্বপনে হারাই ।
তারার মেলায় ব্যস্ত আকাশে
চাঁদ পড়েছে ঢলে
সেই মেলা থেকে আনব তাঁরা
রাখবো তোমার মনে
ভালোবাসি যেও নাগো
আমায় একা রেখে
চোখে চোখে রাখব তোমায়
বাধন গেল খুলে ʅʅ
তুমি আমার সকাল বেলার
ঘুম ভাঙ্গা ভোর
বেধেছি আজ নতুন করে
ভালোবাসার ডোর(২)
একটাই জীবন তুমি আমার
একটাই মরন
ভালোবেসে যাব আমি
করনা বারণ
চোখের নেশা নিয়ে এ মন
তোমাতে পাগল
ভাবনারা উকি দেয়ে যায়
তুমি চোখের জল (২)
আশার আলো তুমি আমার
সুখেরি স্বপন
থাকে যেন ভালোবাসা
সারাটি জীবন ʅʅ
বলোনা বলোনা দুরের আকাশটাকে
বৃষ্টি দিয়ে যেন আমাকে দেয় ভিজিয়ে
মেঘের ওপারে লুকিয়ে আছো বৃষ্টি তুমি
দাওনা আমাকে আজ ভিজিয়ে একটু খানি
শ্রাবণকে বলো না আষাঢ়কে বলোনা
মন চেয়েছে ভিজবো আজ শুধু বর্ষনে
ভিজতে চাই আমি (৩)
মাতাল এই বর্ষায় ʅʅ
মেঘেরি ডাক আমি শুনেছি আজ
এই বুঝি ঝরাবে বৃষ্টি তুমি
চেয়েছি আজ একবার তুমি
মুছে দিয়ে যাও মনের পাগলামি
হাওয়াকে বলোনা মেঘটাকে বলোনা
চুপটি করে দেয় যেন ভিজিয়ে বর্ষনে ʅʅ
মনের ভিতর কি যেন কি হয়
যায় না সময় কেন এই অপেক্ষায়
ঝড় উঠেছে ডাক শুনেছি
আসবে বৃষ্টি যেন এই প্রতীক্ষায় ʅʅ
This entry was posted on Sunday, May 11th, 2014 at 5:40 am
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
Tags: Modern, Song, আকাশ, দূরের
Posted in: Audio, Modern, News, Post formats