বেদনা মধুর হয়ে যায়
শিল্পী নীলু আহসানের গলায় নতুন করে গাওয়া মধুর সুরসম্ভার
মনেরও রঙে রাঙাবো
শিল্পী নীলু আহসানের গলায় নতুন করে গাওয়া মধুর সুরসম্ভার
সারাদিন তোমায় ভেবে
শিল্পী নীলু আহসানের গলায় নতুন করে গাওয়া মধুর সুরসম্ভার
বন্ধু তো সেই রকম
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
পাঞ্জা-বীর তোর চমক লাগে
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
সেদিন ছিল সানডে
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
বেয়াড়া মন
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
মেঘলা দিনে একলা
শিল্পী নীলু আহসানের গলায় নতুন করে গাওয়া মধুর সুরসম্ভার
কি আশা দিয়ে যে যাও
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
কি নেশা লাগিয়ে যাস ও ও দুষ্ট এ আবেগে
অনুভবের এই আকাশ প্রেমের ডানা মেলে যাস
ঝাকে ঝাকে উড়ে চলে সাদা সাদা পালকেতে এই মনে
কি আশা দিয়ে যে যাস মিষ্টি এ বাতাসে—ঐ।
তোর প্রেমের স্বপ্নটা মনে দোলে
তোর প্রেমের গল্পটা কি যে বলে
তুই আগে পিছে যে শুধুই ডাকিস
একটু হারালে মন কি যে খুজিস
এক চিন্তে রোদ্র মেখে ভাঁসে প্রেমের জোয়ারে
ও ও চুরি চুরি কাছাকাছি লোকুচুরি মন নিতে দুজনে
কি আশা দিয়ে যে যাস মিষ্টি এ বাতাসে।
তোর প্রেমের বৃষ্টিতে ভিজে ভিজে
মনটা সেজে উঠে মন খেলাতে
প্রেমেতে ডুবেছি তোকে নিয়ে
ভালোলাগা যত তোরি কাছে
মনটা কিনা গো করে
ও ও প্রেমেরি পালটা তোলে
মিশে মিশে আছি আমি
ভালোবাসা ভাঁজে ভাঁজে চাদরে
কি আশা দিয়ে যে যাস মিষ্টি এ বাতাসে—ঐ।
রোজ বিকেলে
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
আমি যে ভীরু এই মনে তোমার পানে
চেয়ে চেয়ে থাকি নিরবে,
হৃদয়ের প্রেমিতে রেখেছি তোমাকে লুকিয়ে
হৃদয়ের টুকরো ক্ষন অনুমন মৃদু হাসি থাকে ও ঠোঁটে
রোজ বিকেলে বসে থাকা তোমারি পাশে একা —–ঐ।
আমি ভেসে চলে যাই আবেশে
কি যেন এক স্বপ্নের খেয়ালে ।।
পুড়ছে মন প্রেম যেমন ইশারায় তোমারি কাছে যাই
গল্প আজ তোমাকে চায় যে শুধু শুধাতে
রোজ বিকেলে বসে থাকা তোমারি পাশে একা —ঐ।
বলবে তুমি কিছু বলোনা তুমি যে
চোখে চোখে ভাষা ছড়ালে ।।
এই আমি রঙ মাখি মুগ্ধ হয়ে তোমারি প্রেমেতে
জল ছবি একেছে আমার এ হৃদয় পটেতে
রোজ বিকেলে বসে থাকা তোমারি পাশে একা —ঐ।
বাঁচতে পারিনা তোকে ছাড়া
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
সুখ তো খুজিনা তোকে ছাড়া
মনটা ভিজে তোর ভালোবাসায়
বসে থাকি তোর প্রেমের নেশায়
কাছে ডাকে তো ঠোঁটের হাসি
ওরে তোর রেশমি চুলের রাশি
বেধে রাখিস প্রেমের আচলে
বাঁচতে পারিনা তোকে ছাড়া –ঐ।
তোর হৃদয়ে কুড়াবো প্রেম
বিনে সুতার বাঁধনে
হরাবো আজ দুজন মিলে
মনেরি বেখেয়ালে ।।
দারুন খুশির বইছে হাওয়া
রঙ্গিন বাহানায়
তোর কপালে একে দিব
ভালোবাসার টিপ
বাঁচতে পারিনা তোকে ছাড়া –ঐ।
স্বপ্নে ছিলি তুই যে তখন
একটু আলো আধারে
হাত ধোরে তোর আসকারা পাই
প্রেমেরি এই রোমান্সে ।।
প্রেমের মুকুল গন্ধ ছড়ায়
ফাল্গুনে বাতাসে
ও ও তাই তোকে এত কাছে
পেয়েছি আমি যে
বাঁচতে পারিনা তোকে ছাড়া –ঐ।
বাঁকা চাঁদের পূর্ণিমা
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
ঢেউয়ের তালে আলো ছটায় তোর মুখে ছবি আঁকা
খুব খুব কাছে তোকে পাওয়াতে লাগছিলো বেশ ভালো
নিবু নিবু তারা কি যে মনে হারা তোর ঐ ভীরু চোখেতে
বাঁকা চাঁদের পূর্ণিমায় ডাকে আমায় প্রেমোলিলায়—ঐ।।
দেখলে তোকে বদলায় যেদিন
আসকারাতে আমি থাকি রঙ্গিন
ঝরনা ভিজায় ঐ চিপাহায়
ইচ্ছে আকাশ ছোয়ায় বাহায়
সেখালে যে প্রেম কেটেছে যে মন
মনেরি সাহারায়
ভেঙ্গে চুরি ধরি মনটা যে পরী
স্বপ্নের ভিভরে
বাঁকা চাঁদের পূর্ণিমায় ডাকে আমায় প্রেমোলিলায় ।
তোর ইশারায় স্বপ্নের দেশে
অল্প অল্প গল্পের শেষে
পড়ছে মন আজ তোর হাতে
যা ছিলো সব কিছু তোর কাছে
একটু বাহানা করি যত মানা
তবু যেন খুব কাছে
মিষ্টি আদরে ছুয়ে দিস আমাকে
এলোমেলো হাওয়াতে
বাঁকা চাঁদের পূর্ণিমায় ডাকে আমায় প্রেমোলিলায়–ঐ ।
রিম ঝিম ঝিম বৃষ্টি
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
চলো না ভিজি আজ সরা বেলা
এক মুঠো স্বপ্নে মনটা ভিজিয়ে
বাতাসে বাতাসে লাগে দোলা ।।
উড়ে চলে আজ শাড়ির আচল
মেঘে মেঘে ভালো বাসে এ মন
এসেছে দিন আজ বৃষ্টি ঝড়া
প্রেমেরি রং মেখে ভিজে যাওয়া
নিজেরি অজানায় ভালোবেসে যাই
খেয়ালি এই মনে প্রেম ঝড়ে যায়
রিম ঝিম ঝিম বৃষ্টির কে যে ছোয়া—ঐ।
সুখ ভেজা পালক উড়ে এসে
লিখে দিলো নাম এই হাতে
বৃষ্টি মানে না কোন বারন
ভালোবাসার কথা তোর ঠোটে
বৃষ্টির ফোটাতে প্রেমেরি নেশাতে
স্বপ্ন কথা কলি ছন্দ মিলায়
রিম ঝিম ঝিম বৃষ্টির কে যে ছোয়া—ঐ।
শ্রাবনের রাতে
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
কথা জুরে জুরে হোক কোলাজ তোর গল্পে
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
ভালো লাগে বৃষ্টির সকাল
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
এলো মেলো চুল
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
মাঝি রে
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
ভিজি তোর প্রেম-বৃষ্টিতে
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
চলো যাই
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
যা হবার তাই হলো
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
দুঃখ দিয়ে গেলে দেখি না পিছু
একটি মনের স্বপ্ন তুমি ছিলে
গল্প গুলো সব মুছে দিলে
হৃদয় ভাঙলে কি আসে যায়
তুমি সুখে থাকো এইতো চাই
মন ভাঙ্গা আর নয় ভাঙ্গা
যায় যায় দিন যায় বেলা
যা হবার তাই হলো ভাবি না কিছু
দুঃখ দিয়ে গেলে দেখিনা পিছু
দুজনে হাত ধরে নদীর কিনারে
কত আলাপন করে ছিলাম
ছুয়ে যাওয়া সুখ কি যে অনুভূতি
তোমাতে আমাতে পেয়েছিলাম
একটি জীবনের গল্প তুমি
মনেরি আশার স্বপ্ন তুমি
কি যেন কি ভুলে হারিয়ে গেলাম
যা হবার তাই হলো ভাবি না কিছুই
দুঃখ দিয়ে গেলে দেখিনা পিছু
দুঃখ আমাকে শুধু যে কাঁদায়
একেলা নিরবে অনুভবে
ইচ্ছেরা ডানা মেলে ছুটে যেতে চায়
শুনি না বারণ পিছুটানে
কল্পনাতে তোমাকে ঘিরে
স্বপ্ন বুনি অজানা খেয়ালে
ভুলতে চাই তবু যায় না ভোলা
যা হবার তাই হলো ভাবি না কিছুই
দুঃখ দিয়ে গেলে দেখিনা পিছু ।
ধীরে ধীরে দিল হারালো
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
তোর প্রেমে ফুল কুড়ালো
দিওয়ানা আমি হয়ে যাই
চুপ পাখি থাকিস রে তুই
তাই যে অভিমানি
সামনে এসে কে দাঁড়ায়,
খেয়ালী এ মনে
হঠাৎ প্রেমের ডাক পড়ে
ছুটে যাই তোরি পাশে
রিকুয়েস্ট করি যত
বুঝিস না তুই তত
দূরে শুধু যে পালাস
নিজেকে পারছিনা যে থামাতে
দিস প্রেমে তুই মাখিয়ে
যাব আমি আজ তোর কাছে
টেনশন বেড়ে যায়
ধীরে ধীরে দিল হারালো
তোর প্রেমে ফুল কুড়ালো
দিওয়ানা আমি হয়ে যাই
চুপ পাখি থাকিস রে তুই
তাই যে অভিমানি
সামনে এসে কে দাঁড়ায়,
উঠবো তোর প্রেমের চুড়ায়
লাভ লাভ মুকুট পড়ে
দেখবে যে পৃথিবীটা
ভালোবাসার কত রং
তোর দিলের রাজপ্রাসাদে
বসে আমি আছি যে
দিসনা যে তুই প্রেম ইশারা
তোর প্রেমে দিশে হারা
হ্যামেলিন শহরে তুই
প্রেমের বাঁসিটা বাজাস
দিওয়ানা দিওয়ানা দিলটা যে
ধীরে ধীরে দিল হারালো
তোর প্রেমে ফুল কুড়ালো
দিওয়ানা আমি হয়ে যাই
চুপ পাখি থাকিস রে তুই
তাই যে অভিমানি
সামনে এসে কে দাড়ায়,
তোর চোখের এক্সপ্রেশনে
লাভ লাভ অবিসারে
মন কেন অন্যরকম
তোর নীলে ঢেউ খেলে
এক সেকেন্ট পার হবেনা
তুই যে আমার অক্সিজেন
হার্টবিট টা যায় যে বেড়ে
প্রেম দিয়ে দূরে গেলে
আজ খবর দেয় বাতাসে
দিওয়ানা দিল হয়েছে
“এইছি এইছি তেরি পেয়ারমে”
ধীরে ধীরে দিল হারালো
তোর প্রেমে ফুল কুড়ালো
দিওয়ানা আমি হয়ে যাই
চুপ পাখি থাকিস রে তুই
তাই যে অভিমানি
সামনে এসে কে দাড়ায়।
চুপ চাপ গল্প
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
একলা জীবন
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
তোকে ভাবতে ভাবতে যেন হয়েছে মরণ ʅʅ
কি যে অনুভূতি আসে মনে শুধু ভালোলাগা কাছে টানে
এক অচেনা স্বপ্ন ভীরে হয় চেনা ʅʅ
একলা জীবন কাটেনা এখন
তোকে ভাবতে ভাবতে যেন হয়েছে মরণ,
ভোরের আলো হয়ে তোর জানালা ভেঙ্গে
দুচোখের ঘুম সরিয়ে দিবো
তোর হাতের ঘড়ি যেন হয় আমারি
টিক টিক প্রতিটি সময়
কে যে আবেগে এ মনে বার বার কাছে টানে
ভুল করে যে যাই তোর পানে
একলা জীবন কাটেনা এখন
তোকে ভাবতে ভাবতে যেন হয়েছে মরণ ʅʅ
তোর গল্পটা হয়ে দুঠোটের ভাঁজে
হাসি ছড়াবো শুধু যে আমি
তুই চাস যদি হয়ে যাবো যে নদী
স্রোতে ভাসাবো যে প্রেম আমি
কথা দিলাম এই শ্রাবনে কথা দিলাম এই বিকেলে
রংধনু রং মেখে এখনে
একলা জীবন কাটেনা এখন
তোকে ভাবতে ভাবতে যেন হয়েছে মরণ ʅʅ
বন্ধু তোমার অনেক বেশি
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
আমার বন্ধু একায় তুমি আজও মনের মাঝে আছো ʅʅ
আজও মনের মাঝে আছো, তাইতো তুমি ভুলে গেছো ।
অল্প কিছু নিয়ে আমি অনেক সুখে ছিলাম
বৃষ্টি হাওয়াতে দুজনে ভিজে ছিলাম
দেখা হয়ে ছিলো অন্য কোন পার্টিতে
কেমন আছো তুমি জিজ্ঞেস তোমায় করতে
চিনলে না আমায় অনেক বন্ধুর মাঝে
বন্ধু তোমার অনেক বেশি তাইতো তুমি ভুলে গেছো
আমার বন্ধু একাই তুমি আজও মনের মাঝে আছো ʅʅ
লেকে ভাঁসমান লয়ে রেষ্টুরেন্টে
বলেছিলে তুমি উড়বে আমারি সাথে
সময় যদি কাটে এভাবে কেটে যাক না
থাকো তুমি সুখে তোমার রঙ্গিন ঠিকানায়
চলছে আমার দিন স্বপ্ন কথা গুলো ভেবে
বন্ধু তোমার অনেক বেশি তাইতো তুমি ভুলে গেছো
আমার বন্ধু একায় তুমি আজও মনের মাঝে আছো ʅʅ
ভালোবাসি কত তোমায়
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
সে তো খোদা জানে
পৃথিবীর সব আলো দেবো তোমায়
রাখবো বুকের মায়ায় ভরা মুখ যত দেখি
সুখ বাঁচবোনা তুমি বিহনে ʅʅ
মিটেনা সাধ আমার যতোই তোমায় ভালবাসি
চোখেরই পলকে তোমাকে এঁকে রাখি (২)
হৃদয়ে সব সুখ তুমি হিনা ভাবতে আমি পারি না
জীবনের যত সুর তুমি বিনা
বাজাতে আমি পারিনা ভালবাসি …………………. ʅʅ
বাঁচতে যে পারিনা শুধু তোমাকে ছাড়া
ভাবি যখন তুমি নাই জীবনটা দিশেহারা (২)
হৃদয়ের অনুভবে তুমি ছাড়া
আরতো কিছু খুঁজিনা স্বর্গেরও প্রেম দিয়ো
ও গো প্রিয় আরতো কিছু চাইনা ʅʅ
ইচ্ছে পরী
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
যখন তখন তোমার কাছে আত্মসমর্পণ
যখন তখন তোমার কাছে ক্লান্ত থাকে মন
ইচ্ছেটা করে বাড়াবাড়ি শুধুই অকারণ
তার কাছে যে হার মেনে যাই আমরা সারাক্ষন
ইচ্ছেটা যেন এমন ঘুড়ি আমরা দিশেহারা
উড়াল দিতে চায় যে কেন সময় সুযোগ ছাড়া
ইচ্ছেটা যেন এমন কিছু বলতে দিশেহারা
তার কাছে যে বন্দী সবাই আমরা সারা বেলা
ইচ্ছের রং কেমন যে হয় আজও হয়নি জানা
স্বপ্নে পিছে ছোটাছুটি জীবনের হার মানা
ক্লান্ত সবাই তোমার পিছে ছুটেই দিশেহারা
ইচ্ছে পাখি, ইচ্ছে পাখি বল কি যে চাও
তোমার মনের দরজাটা কে একটু খুলে দাও ʅʅ
বায়না ধর তুমি আবার যখন তখন কেন
তোমার ইচ্ছে বাড়াবাড়ি সয়না যেন আরও
রং মহলের রং মাখাটা ধর্ম তোমার যেন
যেমন খুশি তেমন সাজো বাড়াবাড়ি কর
ও ইচ্ছে পরী, ও ইচ্ছে পরী তুমি দাও যে আড়ি
যখন তখন তোমার কাছে আত্মসমর্পণ
যখন তখন তোমার কাছে ক্লান্ত থাকে মন
ইচ্ছে গাড়ী, গাড়ী পথটা হারায়
যাত্রী তোমার মন্দ হলে বিকল হয়ে যাও ʅʅ
ইচ্ছে জালে তুমি যখন হতাস হয়ে যাও
বিরম্বনা বাড়ে তখন জীবনটা হারাও
ভুলের সাথে শুদ্ধটা কে জড়িয়ে ফেল কেন
সব হিসেবের একটা হিসেব ভালো ইচ্ছে কর
ও ইচ্ছে পরী, ও ইচ্ছে পরী তুমি দাও যে আড়ি ʅʅ
তুমি দূরে গেলে
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
যেন তোমায় ছাড়া নিঃস্ব এ জীবন ʅʅ
হৃদয় জমিনে বুকের গহীনে
তুমি যে আমার, তুমি যে আমার,
আমার যত চাওয়া তোমার কাছে
স্বর্গ খুজে পাই তোমারি মাঝে
বুকের মরুতে তৃষ্ণা মেটাতে
কষ্ট মুছে যায় তোমার হাসিতে
তুমি বিহনে বাঁচি কি করে
তুমি দূরে গেলে চোখে আসে জল
যেন তোমায় ছাড়া নিঃস্ব এ জীবন,
বুকে উঠে ঝড় তোমার কারনে
অপেক্ষায় তোমার দিন যে কেটে যায়,
এ ক্লান্ত পায়ে পথো চলার মাঝে
তোমাকে খুজে পাই প্রতি নিঃশ্বাসে
শুধু তুমি থাকো আমারি মনে
তুমি দূরে গেলে চোখে আসে জল
যেন তোমায় ছাড়া নিঃস্ব এ জীবন ।
স্বপ্নের নীল মেঘ
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
ভালোবেসে হারিয়ে গেছে
একাকী আর এ দহনে দহনে
হৃদয় পুড়ে তোমাকে ভেবে ক্লান্ত আমি আজ
শূন্য হৃদয়ে পারিনা সইতে বিরহের ভার
হৃদয়ের কষ্ট বইছি আমি যে তোমাকে ভেবে ভালোবেসে,
আমাকে তুমি যে কখনও বোঝনি
হৃদয়ে দাগ যত মুছতে পারিনি ʅʅ
কি জানি কি মন বলে কিছু থেকে যাও রেখে
একলা আমি আজ পথো চলি বিরহে,
মনেরি সুখ পাখি তুমি নিয়ে গেছো
ভালো থেকো এই চাওয়া মন থেকে বলি ʅʅ
কখনও কি ভুল করে পথে দেখা হয়ে গেলে
কিছু কি বলে যাবে কেন তুমি চলে গেলে
স্বপ্নের নীল মেঘ হয়নি সাজানো
ভালোবেসে হারিয়ে গেছে,
একাকি আর এ দহনে দহনে
হৃদয় পুড়ে তোমাকে ভেবে ক্লান্ত আমি আজ
শূন্য হৃদয়ে পারিনা সইতে বিরহের ভার
হৃদয়ের কষ্ট বইছি আমি যে তোমাকে ভেবে ভালোবেসে ।
গুড়ো গুড়ো নীল, জোসনার জল
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
জোসনার জল
হাতছানি দেয় এক ফালি চাঁদ (২)
তোর ও মুখে
জোছনা মেখে
দিয়ে যেতে চাই
আমি সারা রাত ʅʅ
আবছায়া রুপে
চোখের কোণে
সাজাবো প্রেম
তোর আবেশে (২)
চুপ কথা আজ
বেখেয়ালী মনে
বলবো কথা
আজ আনমনে ʅʅ
সারা রাত ভোর
তোর প্রেমে
ডুবে যায় আমি
মধুর রং এ (২)
এলোমেলো আমি
শুধু পাগলামী
কি যে ভালবাস
দু’জনে মিলে ʅʅ
তোর আকাশে আমি ছবি এঁকেছি
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
তোর শহরে আমি হারিয়ে গেছি (২)
মৃদু মৃদু পায়ে হেটে চলেছি
আধ ভেজা ঘাসে শিশির মেখেছি
ইচ্ছে করে তোর হাতটা ধরে
চলে যায় নীলিমায় ঐ যে দুরে ʅʅ
সুখ যতো আছে সবি তোর কাছে
মন পাগলামি কিছু বোঝে না যে (২)
চোখের ভিতর এলোমেলো
তোরী আনাগোনা
ডুবে ডুবে স্বপড়ব দেখি
শুধু তোরী নেশায় ʅʅ
রাত ভোর মিশে তোর আদরে
আমি দূরে থাকি বল কি করে (২)
প্রতিটি নিঃশ^াসে আমি তোকে শুধু চাই
তোরী প্রেমের মাঝে আমি স্বর্গ খুজে পাই ʅʅ
এক হাওয়া এসে যে হায়
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
চিরকুট রেখে যায়
তুমি কে বলো আমায়
বাধো এ কোন মায়ায় (২)
নাম জানা নাই
ঠিকানা নাই
চোখ বুজলেই যে তোমাকেই পাই
এক হাওয়া এসে যে হায় ʅʅ
এলোমেলো এতো কথা
লিখে যাও কেন
মনটাকে ধরে রাখা
হলো না যেন
কষ্ট দিয়ে যাও দেখা না দিয়ে
ভালোবাসা রেখে যাও
ফুল সাজিয়ে
এক পলকের দেখা দিয়ে যাও
চোখে চোখ রেখে কিছু বলে দাও।
ঝুম বৃষ্টিতে আজ ভিজে
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
বাদলা হাওয়া দোলে মনে ʅʅ
প্রেম যেন ভালোবাসা বুনে
এক স্বপ্ন তোমাকে চেনে
ঝুম বৃষ্টিতে আজ ভিজে
বাদলা হাওয়া দোলে মনে…..
ভেজা ভেজা আলতো চুলে,
প্রেম যেন জেগে উঠে
আজকে আমার কি যে হলো,
মনে মনে প্রেম কুড়ালো ʅʅ
বর্ষাতে ভিজে ভিজে কাছে
নিবো যে তোমাকে আরও পাশে
ভালোবাসার মন রাঙ্গিয়ে……..
ঝুম বৃষ্টিতে আজ ভিজে
বাদলা হাওয়া দোল মনে…..
এসো না আজ হাতে ধরে
বৃষ্টি ছোয়া গায়ে মেখে
কিছু ছন্দে মন উতালে
পায়ে পায়ে সুর তুলে ʅʅ
এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে
চায় যে তোমাকে কাছে পেতে
ভালোবাসায় মন রাঙ্গিয়ে….
ঝুম বৃষ্টিতে আজ ভিজে
বাদলা হাওয়া দোলে মনে…..
প্রেম যেন ভালোবাসা বুনে
এক স্বপ্ন তোমাকে চেনে
ঝুম বৃষ্টিতে আজ ভিজে
বাদলা হাওয়া দোলে মনে…..
এই প্রেম যে আমার
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
তোর মনটা পেয়ে হলাম দিওয়ানা ʅʅ
কখনও দূরে যাস কখনও ভুলে যাস
মরণ হবে যে তোরি কারণে
এই প্রেম যে আমার খোদার উপহার
তোর মনটা পেয়ে হলাম দিওয়ানা ।
ভালোবেসে যে আমি ছুয়ে যাবো তোরি নিঃশ্বাস
প্রেমের নেশাতে আমি হয়ে যাবো যে মশগুল ʅʅ
যেন স্বর্গ থেকে ভেসে আসা এক ফুল ʅʅ
লা লা লা লা ওহো হো ও হো…………
মাঝ রাতে দুচোখে তন্দ্রা হয় দিশেহারা
তুই ছাড়া খুঁজিনা আর ঐ আকাশের শুক তাঁরা ʅʅ
যেন রাত্রি হয়ে স্বপ্ন যে দেখা ʅʅ
এই প্রেম যে আমার খোদার উপহার
তোর মনটা পেয়ে হলাম দিওয়ানা ʅʅ
কখনও দূরে যাস কখনও ভুলে যাস
মরণ হবে যে তোরি কারণে
এই প্রেম যে আমার খোদার উপহার
তোর মনটা পেয়ে হলাম দিওয়ানা ।
প্রাণ বন্ধু রে কোন দোষেতে গেলি ছাড়িয়া
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
শিল্পী নীলু আহসান এর কন্ঠে নতুন রুপে লোকগীতি মিউজিক সুরের মূর্ছনায় শুনুন তার নতুন গান।
আমার মন বাঁচে না প্রাণ বাঁচে না ʅʅ
তোরি বিহনে রে বন্ধু তোরি কারণে
প্রাণও বন্ধুরে কোন দোষেতে গেলি ছাড়িয়া
কি জানি কি অপরাধে
ভুললি আমায় তার পিরিতে
কোন সুখেরি আশায় আশায়
ঘর বাধিসরে কিসের নেষায় ʅʅ
দিবানিশি মন পুড়ে যায় ʅʅ
তোরি বিহনে রে বন্ধু তোরি কারণে
প্রাণও বন্ধুরে কোন দোষেতে গেলি ছাড়িয়া
যদি একবার দেখা পাইতাম
মনের কথা তারে কইতাম
বুকের মাঝে জ্বলে আগুন
আসলো না রে সুখের ফাগুন ʅʅ
চোখের জলে দিন কেটে যায় ʅʅ
তোরি পিরিতে রে বন্ধু তোরি বিহনে
প্রাণও বন্ধুরে কোন দোষেতে গেলি ছাড়িয়া,
প্রাণও বন্ধুরে কোন দোষেতে গেলি ছাড়িয়া ʅʅ
আমার মন বাঁচে না প্রান বাঁচে না ʅʅ
তোরি বিহনে রে বন্ধু তোরি কারণে
প্রাণও বন্ধুরে কোন দোষেতে গেলি ছাড়িয়া।
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর গীতবিতান শুনুন
শিল্পী নীলু আহসান এর কন্ঠে নতুন রুপে মিউজিক সুরের মূর্ছনায়।
তোমার সুরে সুরে সুর মেলাতে ʅʅ
একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে ʅʅ
এ তার বাঁধা কাছের সুরে,
ঐ বাঁশি যে বাজে দূরে।
গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয়পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে–
তোমার সুরে সুরে সুর মেলাতে ʅʅ
বসে আছি তোমার পানে চেয়ে
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
ও তুমি কেন বোঝ না
বারে বারে ফিরে ফিরে দেখি
ও তুমি কেন আসো না
বসে আছি তোমার পানে চেয়ে
ও তুমি কেন বোঝ না
ও রূপালী এই রাতে মধু জ্যোৎস্নায়
প্রেম যেন আজকে কিছু বোঝে না
তুমি কেন, তুমি কেন ভালোবাসনা
ও তুমি কেন আসো না ।
নিষ্পাপ চোখে গড়বো এই প্রেম
থাকবো আমি তোমারি
ও ও বলছে বাতাস চুপি চুপি
শুকতারা আজ আমারি
ও ও নেশা ভরা এই রাতে শুধু দুজনায়
সুরভী ছড়িয়ে দিলো হাসনাহেনায়
তুমি কেন, হা তুমি কেন ভালোবাসনা
তুমি কেন আসো না ।
ভালোবাসা আছে হৃদয়ে আমার যত
সবটুকু যে তোমারি
ও ও তোমারি প্রেমে বিভর
এ মন কাব্য লিখি তোমারি
ও ও দিল রুবায় সুর তুলে মায়াবী রাতে
চঞ্চলা এই মনে তোমায় খোঁজে
তুমি কেন, হা তুমি কেন ভালোবাসনা
তুমি কেন আসো না ।
বসে আছি তোমার পানে চেয়ে
ও তুমি কেন বোঝনা
বাড়ে বাড়ে ফিরে ফিরে দেখি
ও তুমি কেন আসো না
ও রূপালী এই রাতে মধু জোছনায়
প্রেম যেন আজকে কিছু বোঝেনা
তুমি কেন, হা তুমি কেন ভালোবাসনা
ও তুমি কেন আসো না ।
ও প্রিয় রে…
শিল্পী, কথা ও সুরঃ নীলু আহসান
আমাকে ভুলে কোথায় হারালে
বাঁচিনা যে তুমি বিহনে
কাটে না কাটে না এ দিন কাটে না
কাটে না কাটে না এ রাত কাটে না ʅʅ
ও প্রিয় রে ও প্রিয় রে
একাকী হৃদয় পুড়ে হলো ছাই
যদি দেখা পাই খুজি যে তোমায়
তুমি ছাড়া মন কাঁদে অকারন
বেঁধেছো আমায় একি যে মায়ায়
বিনি সুতার মালা গেঁথে যাই
পড়াবো তোমায় যদি কাছে পাই
বাঁচে না বাঁচে না তুমি ছাড়া
কি যে যতনা বোঝানো যবে না
সহেনা সহেনা বিরহ বেদনা
কি করি যে এখন শুধুই অনুমন
মেটেনা মেটেনা মনেরি আাশা
দূরে দূরে রও কিছু নাহি চাও
মনেরি ছবি তুমি একে যাও
বাঁচে না বাঁচে না তুমি ছাড়া
বাঁচে না বাঁচে না তুমি ছাড়া
ও প্রিয় রে ও প্রিয় রে
আমাকে ভুলে কোথায় হারালে
বাঁচিনা যে তুমি বিহনে
কাটে না কাটে না এ দিন কাটে না
কাটে না কাটে না এ রাত কাটে না
ও প্রিয় রে ও প্রিয় রে ।
This entry was posted on Thursday, February 13th, 2020 at 7:15 am
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
Tags: 14, Falgun, February, Flowers, Life, love, Message, Modern, New, Nilu Ahasan, one, Pahela, Pictures, Released, Song, Special, valentines day
Posted in: Audio, Modern, Post formats