ভালোবাসা একি মানে
দিন রাত তাকেই খোঁজে
করে মোন চুরি দুরে যাও তুমি
একি প্রেমে আমায় শেখালে
তুমি যে আমার প্রেম
তুমি যে আমার হৃদয়
তুমি যে আমার স্বপন
তুমি যে আমার জীবন ʅʅ
হৃদয় পোড়ে যে
তোমার কারণে
তুমি যে প্রেম শেখালে
মিষ্টি কথার দুষ্টুমিতে
আমায় তুমি ভোলালে
তুমি যে আমার আকাশ
তুমি যে আমার ফাগুন
তুমি যে আমার আশা
তুমি যে আমার অনুভব ʅʅ
সে দিন থেকে
বদলে গেছি
তোমায় কাছে যে পেয়ে
স্বপ্ন দেখালে
আমায় তুমি
নতুন এ কোন রং এ
তুমি যে আমার সুখ
তুমি যে আমার সময়
তুমি যে আমার ভুবন
তুমি যে আমার কবিতা ʅʅ
ভালোবাসা দিয়ে রাখবোরে বন্ধু
তোমাকে এই মনের গভীরে
চাঁদের আলো পড়ে
আমার মনের ঘরে
বাসবো যে ভালো তোমাকে
চোখ যেন পড়ে না
মনটা আমার মানে না
একটু কাছে আসি তোমার
প্রথম ভালোবাসা আমার ʅʅ
তোমার মায়ার জালে
বন্দি হয়ে আছি
স্বপ্ন যাবে বাড়ি
মায়া কুড়িয়েছি (২)
হারিয়ে গেছি কখন যে আমি
তোমারী ঐ হৃদয় গহীনে ʅʅ
মনের বাধনেতে তোমাকে বেঁধেছি
নিশি জাগা রাতে
তোমার সাথে সাথে (২)
সময় কাটে আমার
তোমায় ভালোবেসে
জানো কি ঐ প্রিয় আমারী ʅʅ
বলছি তোমার কানে কানে
আমার গানের সুরে ভালোবাসি ভালোবাসি
প্রাণ পেয়েছে আজকে আমার
তোমায় পেয়ে নুতন স্বপ্ন আঁকি ভালোবাসি
এই জীবনে তুমি সবচেয়ে দামি
তাইতো তোমাকে অনেক ভালোবাসি ʅʅ
তোমায় পেয়ে মন যে বলে
আগেও সাথি ছিলাম
থাকবো একিই চিরদিনই
ভালোবাসা দামি
দু’জনে চল ধরি স্বপ্নের বাঁশি
ভালবাসব যে সারা দিবানিশি
এই জীবনে তুমি সবচেয়ে দামি
তাইতো তোমাকে অনেক ভালোবাসি ʅʅ
প্রাণ পেয়েছে আজকে আমার
বুনছে অনেক বাসা
স্বপ্র অনেক দিনের আমার
বলবো মনের কথা
এক সাগরে মিলবে ভালোবাসা
তোমার আমার একি স্রোতে ভাসা ʅʅ
কোটি কোটি তারা দয়িে
আলপনা আঁকা রাত
জোসনা রাতরে গায়ে
জরানো চাঁদর
এমন মধুর রাতে মন বলে যায়(২)
তোমার পাসে বসে গল্প সাজায়
কোটি…………..
জোসনা…………চাঁদর
তুমি আমি রাত জগেে
চলোনা কোথাও হারয়িে যায়
রাত জাগা পাখি হয়ে দুজনে মধুর শুরে গান গাই (২)
মষ্টিি মষ্টিি বাতাস এসে
বলে যায় কানে কানে (২)
আমাকে মনে প্রানে করছেো আপন
কোটি কোটি তারা ………. ʅʅ
তুমি যনে ফুল হয়ে
সুরভি আমার প্রানে ঢালছ
আবসেে অনুভবে
হৃদয়ে তুমি ঝর তুলছে (২)
চোখে চোখে চোখ রখেে
বলে যাও চুপি সারে (২)
হলো যে সুখে মোরা
প্রতটিি প্রহর
কোটি কোটি তারা ………. ʅʅ
তুমি আমার সকাল
তুমি আমার মন
তুমি আমার আশা
তুমি আমার জীবন-মরণ
তুমি আমার সময়
আমি তোমার স্বপন
কেমন করে বলি
তুমি যে বড়ই আপন
তুমি আমার আকাশ
তুমি আমার সুখ তারাটা
তুমি আমার ঘুম
তুমি আমার জেগে থাকা রাত ʅʅ
চোখে চোখে কথা হবে
মনে মনে ভালোবাসা
ডুবে ডুবে দু’জনে মোরা
পার হবো সুখেরি ভেলায়
তুমি আমার শুধুই আমার
তুমি আমার আর কারো নও
তুমি আমার সুখ
তুমি আমার শান্তির নীড়
তুমি আমার ঘুম
তুমি আমার জেগে থাকা রাত ʅʅ
ক্ষণেক্ষণে অভিমান হবে
ভাঙ্গাবে তুমি নিরবে
ইশারায় ডাক দিয়ে যাবে
ভালোবাসার এই খেয়ায়
শুধু তোমার ভালোবাসায়
তুমি আমার শুধুই আমার
তুমি আমার প্রেম
তুমি আমার নতুন জীবন
তুমি আমার ঘুম
তুমি আমার জেগে থাকা রাত ʅʅ
হারিয়ে যাবে তোর সীমানায়
মেঘ হয়ে আজ উড়ে যেতে চাই
ছুয়ে দিবো আজ মন আঙ্গিনা
মনেরি পাড়ায় ঘুরে যে বেড়ায়
আবছা আলোয় তোকে যে হারায়
ভালো লাগে না যে আর তোকে ছাড়া
এই মনটা হয় যে পাগল পাড়া (২)
ভালো লাগে না লাগে না
তোকে ছাড়া
মন থাকে না থাকে না তোকে ছাড়া ʅʅ
চোখেতে চোখেতে
হল যে আজ দেখা
মনেতে মনেতে আজ
বাধলো নতুন আশা
এলোমেলো মন হয়ে গেল কখন জানিনা
তুমি তো আমার সবকিছু
তুমি তো শেষ ঠিকানা
হারাতে দিব না কখনো
হারাতেও চাইনা ʅʅ
ঘুম আসে না তোমাকে ভেবে
এই মন পড়ে রয়
শুধু তোমার কাছে
ভাল লাগে না অন্য সবকিছু
সারাক্ষণ শুধু তুমি থাক ও পাশে
এলোমেলো …………………. ʅʅ
চোখের আড়াল হলে
এমন তোমাকে খোজে
যতন করে রেখে দিও
দিব প্রেম তোমাকে
উজার করে দিব এ ভালবাসা
বাধবো যে তোমায় প্রেম আজ চিরতরে
এলোমেলো …………………. ʅʅ
চঞ্চলা হাওয়ারে ধীরে ধীরে চলরে
গুন গুন গুঞ্জনে ঘুম দিয়ে যা রে
পরদেশী মেঘ রে আর কোথাও যাসনে
বন্ধ ঘুমিয়ে আছে দে ছায়া তারে বন্ধ ঘুমায় রে
আয়রে মেঘ আয়রে আয়রে মেঘ আয়রে
ওগো ফুল তুমি আজ ঝরে যাওনা
এই মধু খনে বাসরও সাজাও না
ও আচল তুমি দূরে সরে যেও না
মুখ ঢেকে রাখো লাজ কেড়ে নিও না
পরশে মনেরে আজ মন কাছে পেয়েছে
পরদেশী মেঘ রে আর কোথাও যাসনে
বন্ধ ঘুমিয়ে আছে দে ছায়া তারে বন্ধ ঘুমায় রে
আয়রে মেঘ আয়রে আয়রে মেঘ আয়রে
ওগো মেঘ তুমি এত জোরে এসো না
ঝড় হয়ে শেষে ঘুম ভেঙ্গে দিওনা
ঘুম ভেঙ্গে গেলে সে তো পাশে রবে না
না বলা কথা আর বলা হবে না
কি যেন দিতে তারে আরো বাকি রয়েছে
পরদেশী মেঘ রে আর কোথাও যাসনে
বন্ধ ঘুমিয়ে আছে দে ছায়া তারে বন্ধ ঘুমায় রে
আয়রে মেঘ আয়রে আয়রে মেঘ আয়রে
তুমি চেয়েছিলে ওগো জানতে
কেন এত ভালোলাগে তোমাকে
আমি ভহুবার ভেবে দেখেছি তার উত্তর কিছু জানি না ।।
শুধু জানি তুমি আছো তাই ভালোলাগে পৃথিবীকে
তুমি আজও ভালোবাস তাই ভালোবাসি জীবনকে
ওগো তোমায় ছাড়া এই পৃথিবীতে এই জীবনকে চাই না
আমি আর কিছু জানি না
তুমি চেয়েছিলে ওগো জানতে ।
তুমি যখন ছিলেনা ওগো তখন সুখ ছিলোনা
তখন আমার কবিতার সাধনা সুরের আরাধনা
বিভয় বেদনে হারাতো
সেই তুমি ফিরে এলে তাই বেঁধে রাখি কবিতাকে
সেই আমি সেই তুমি তাই সুরে বাঁধি বাঁশিটিকে
ওগো তোমায় ছাড়া এই কবিতাকে এই বাঁশিটিকে চাইনা
আমি আর কিছু জানি না, তুমি চেয়েছিলে ওগো জানতে…।
এই মধু চাঁদ আর এই জ্যোৎস্না
এই মধু চাঁদ আর এই জ্যোৎস্না
তুমি আমি পাশাপাশি দুজনা
মন চায় এই নীল কাহিনি লিখি
তুমি আমি পাশাপাশি দুজনা
মন চায় এই নীল কাহিনি লিখি
কবি হয়ে করি আমি গান রচনা
এই মধু চাঁদ আর এই জ্যোৎস্না
তুমি আমি পাশাপাশি দুজনা
কাহিনির মত মনে হয়
আমি এক প্রেয়সী তুমি প্রেমময়
কাহিনির মত মনে হয়
আমি এক প্রেয়সী তুমি প্রেমময়
হৃদয়ের আকুলতা জীবনের মুখরতা
যায়না বেঁধে রাখা যায় না
এসো হে রাত্রি রূপসী মায়ায়
এসো হে রাত্রি রূপসী মায়ায়
চলেছি কোথায় সে তো জানি না
স্বপ্নের মত লাগে সব
প্রিয় তুমি নিয়ে এলে একি উৎসব
মায়াভরা এ লগন মধুময় এ স্বপন
জীবনের সাথি হয়ে থাক না
প্রেম ছিল স্বপনের সোনার হরিণ
প্রেম ছিল স্বপনের সোনার হরিণ
খুঁজে পেয়েছি আমি তার ঠিকানা
এই মধু চাঁদ আর এই জ্যোৎস্না
তুমি আমি পাশাপাশি দুজনা
মনের সাথে মন বেধেছি তোর প্রেমে আজ পাগল হয়েছি
জীবনে কিছু নেই তুই ছাড়া মনেরি গভীরে তোকে রেখেছি
জেনে রাখ এই মনে আছে কত সাধ
একটাই মন যে আমার আজ চেয়েছে তোকে
এই মায়ায় বাঁধনে আজ বেধেছি যে তোকে
শুধু একটিবার তাকিয়ে দেখ এ দুচোখে
মনের সাথে মন বেধেছি তোর প্রেমে আজ পাগল হয়েছি
জীবনে কিছু নেই তুই ছাড়া মনেরই গভীরে তোকে রেখেছি ,
কখন যে তোর আমি হয়েছি বুঝিনি
আনমনা মন তোকে চায় সারাক্ষন
এই ছোঁয়া আগে কখনো খুজিনি
জেনে রাখ এই মনে আছে কত সাধ
একটয় মন যে আমর আজ চেয়েছে তোকে
এই মায়ায় বাঁধনে আজ বেধেছি যে তোকে
শুধু একটিবার তাকিয়ে দেখ এ দুচোখে
কিছুতে ভোলা গেলো না যে
তোমাকে কি ভুলে থাকা যায়
ও ও কিছুতে ভোলা গেলো না যে
বার বার মনে পরে যায়
এক যুগ কেটে গেলো তোমাকে না দেখে ।।
তবু তুমি পাশে আছো
এই মনে হয় এই মনে হয়
ও ও কিছুতে ভোলা গেলো না যে
তোমাকে কি ভুলে থাকা যায়
স্মৃতি পাতা গুলো মুছেনি এখনও
সেখানে তুমি ছাড়া কেউ নেই যেন ।।
আমার এ মন জুড়ে প্রেমে কবিতা পড়ে
সে কবিতা এখনও
মনে পড়ে যায় মনে পড়ে যায়
কিছুতে ভোলা গেলো না যে
তোমাকে কি ভুলে থাকা যায়
আগের সে দিন গুলি ভুলিনা কখনও
মধুর সে ক্ষনে তুমি রয়ে যাও এখনও ।।
ভাবতে তোমায় ঘিরে কিছুটা ভরে
এখনও সে ভালোবাসা
দিয়ে তুমি যাও দিয়ে তুমি যাও
কিছুতে ভোলা গেলো না যে
তোমাকে কি ভুলে থাকা যায় ।।
ভালোবাসি তোমাকে রোদেলা বিকেলে
আরো কাছে আসাতে তোমাকে পাওয়াতে ।।
কাটাবো সময় শুধু নিরজন প্রহরে
রেখেছি তোমায় আমি আদরে নিভিড়ে
বাতাসের কানে কানে কিছু গান শুনাতে
ভালোবাসি তোমাকে রোদেলা বিকেলে
আরো কাছে আসাতে তোমাকে পাওয়াতে ,
নিবু নিবু আলোতে কিছু ভালোবাসাতে
কবিতা লিখে যাই তোমাকে সাজাতে ।।
সময় চলে যায় দু-চোখের ভাষাতে
কত কিছু বয়ে যায় মৌসুম বাতাসে
দুটি মনে ভেসে গেছি প্রেমের ভেলাতে
ভালোবাসি তোমাকে রোদেলা বিকেলে
আরো কাছে আসাতে তোমাকে পাওয়াতে
চোখে চোখে চোখ রেখে আরো ভালোবাসাতে
দুটি মন এক হয়ে মেশে গেছি চাওয়াতে ।।
তুমি যে আমার কাছে রাত্রির জোৎস্ননা
নিরব সময় মাঝে সুখেরি ঠিকানা
তোমাকে ছাড়া এমন কিছু বোঝেনা
ভালোবাসি তোমাকে রোদেলা বিকেলে
আরো কাছে আসাতে তোমাকে পাওয়াতে ।
আকাশের ঔ মিটিমিটি তাঁরার সাথে
কইবো কথা নাইবা তুমি এলে ।।
তোমার স্মৃতির পরশ ভরা
অশ্রু দিয়ে গাথবো মালা
নাইবা তুমি এলে
আকাশের ঔ মিটিমিটি তাঁরার সাথে
কইবো কথা নাইবা তুমি এলে,
সেই শেফালীরও সনে চুপি চুপি কথা
মন বাতায়নে সুরের জাল গাথা
আধো লাজে আধো ভয়ে
আধো লাজে আধো ভয়ে
আমি কিছু বলিনি তো
তুমি কিছু জাননি তো
না বলা না জানার ব্যথা
রয়ে গেল মনে মনে
জীবনের এই নিভে যাওয়া
প্রদীপ’টুকু নাইবা জলে
নাইবা তুমি এলে,
সেই হারানো দিনগুলি যদি মনে পড়ে
ভুলে যেও ওগো সবই চিরতরে
আমার গোপন ব্যথা
আমার গোপন ব্যথা
তুমি কভু জেনো নাকো
আমায় কভু চেয়ো নাকো
না জানা না চাওয়ার কথা
মুছে যাবে কোন ক্ষণে
সমাধির পরে মোর ঝরা বকুল মালা নাইবা দিলে
নাইবা তুমি এলে
দু-চোখে আঁকা স্বপ্ন নিয়ে
মনের মাঝে যায় সাজিয়ে ।।
তোমারি জীবনে ছন্দ হয়ে
ভোরেরি সূর্য যেমন আসে
রাতের আকাশে চন্দ্র ভাসে ।।
জীবনে যত সুখের পরশ
হবেনা কখনো দুখের কারন
ঝিনুকে মুক্ত রাখে যেমন
লুকিয়ে রাখবো তোমায় তেমন ।।
জনমও জনম রব সাথে
একি সুতায় মালা হয়ে
থাকো পাশাপাশি দুজনে মিলে ।।
তুমি আছো হৃদয় জুড়ে
যেওনা কখনো আমায় ছেড়ে
ফুলেরি পাপড়ি যেমন থাকে
রৃত্তের আবেসে জড়িয়ে রখে ।।
প্রতি নিঃস্বাশে আছো মিশে
মন মূয়রী নেচে উঠে
তোমারী প্রেমের বৃষ্টি হয়ে
ঝিক মিক রূপালী চাঁদের জোৎস্না
মিষ্টি বাতাস করে ভালোবাসা রচনা
এই রাত কখনও ভোর যেন না হয়
আরও কিছু বলতে তোমাকে মন চায় ।।
আকাশের গায়ে শুক তার নেই
আছে তোমার দু-চোখে
শান্তির পায়রা তুমি শুধু
আমার বুকের গভীরে ।।
তোমাকে ঘিরে স্বর্গ গড়ে যাই
আমার মনের ঘড়ে
ঝিক মিক রূপালী চাঁদের জোৎস্না
মিষ্টি বাতাস করে ভালোবাসা রচনা
বাঁচবো আমি তোমাকে নিয়ে
মরবো তোমারি কাছে
ধন্য আমি এ জীবনে
তোমাকে পাশে যে পেয়ে ।।
প্রতিটি নিঃশ্বাস আজকে বলে যায়
তোমারি আমি শুধু তোমারি
ঝিক মিক রূপালী চাঁদের জোৎস্না
মিষ্টি বাতাস করে ভালোবাসা রচনা
এই রাত কখনও ভোর যেন না হয়
আরও কিছু বলতে তোমাকে মন চায় ।।
সময়ের কি দোষ আছে বলো
মন বলে একটু ভালোবাসো
কালো কালো রাতে চাঁদের আলো
যতটুকু আছে ভালোবাসা আজ তোমায় দেব
আমিতোমায় দেব ।। আমি তোমারি হবো
চলো না যাই ডেকেছে রংধনু সাথে রং
গোধুলী যখন সাগর তীরে
নুপূর পড়া পা আমার ভেজাবো
সাগর জলে তোমার ঐ হাত ধরে
কালো কালো রাতে চাঁদের আলো
যতটুকু আছে ভালোবাসা আজ তোমায় দেব
আমিতোমায় দেব ।। আমি তোমারি হবো
আশেপাশে ঝিকি মিকি বন্ধুরা
আকাশ পানে তাকিয়ে দেখো
মায়া ভরা আমার আচল তলে
লুকাবো দুজন দুষ্ট এ বৃষ্টিতে
কালো কালো রাতে চাঁদের আলো
যতটুকু আছে ভালোবাসা আজ তোমায় দেব
আমিতোমায় দেব ।। আমি তোমারি হবো
সময়ের কি দোষ আছে বলো
মন বলে একটু ভালোবাসো
কালো কালো রাতে চাঁদের আলো
যতটুকু আছে ভালোবাসা আজ তোমায় দেব
আমিতোমায় দেব ।। আমি তোমারি হবো
কত মিষ্টি করে ডাকে
আমার মেয়ে ওগো মা
কত মধুর করে ডাকে
আমার ছেলে ওগো মা
ধন্য আমি এখন পূর্ণ আমি তখন
যখন ভাবি জন্মেছি এই দেশে
বাংলা মায়ের বাংলাদেশে
কত মিষ্টি করে ডাকে
আমার মেয়ে ওগো মা
কত মধুর করে ডাকে
আমার ছেলে ওগো মা
আমার মাকে তো আমি বলি
দুঃখ সুখের কথা
বাংলা আমার মাথার মুকুট তেমনি স্বাধীনতা ।।
একটাই চাওয়া জীবনে আমার
বিধাতার কাছে মিনতি করা
মরন যেন হয় এই মাটিতে
বংলা মায়ের সুখের কোলে
কত মিষ্টি করে ডাকে
আমার মেয়ে ওগো মা
কত মধুর করে ডাকে
আমার ছেলে ওগো মা
আমার বাবা তো আমাকে বলে
এ দেশ নিয়ে কত কথা
সবার আগে দেশকে ভেব
দেশের মানুষের ব্যাথা
হিন্দু মুসলিম নেই ভেদাভেদ
বৌদ্ধ খৃষ্টান সবার এ দেশ
সব জাতি মা বাই বোন
বাংলাদেশের মানুষ এইতো কারন
কত মিষ্টি করে ডাকে
আমার মেয়ে ওগো মা
কত মধুর করে ডাকে
আমার ছেলে ওগো মা…ঐ।
প্রেম কি আগে বুঝিনি
বুঝিনি তো আগে
আজকে হলো রে আমার ।।
তুমি কোথায় যে ছিলে কোন দেশে
সবপ্ন ঢেউয়ে ডুবেছি আমি
পিছু ডাকছে বারে বার
মন বাঁচেনা তোমায় ছাড়া
তোমায় ছেড়ে কোথাও যাবো না
কি আছে আর তুমি ছাড়া এ আমার
বাঁচে না যে তুমি ছাড়া
কাটে না দিন তুমি ছাড়া
মাতাল মন যাবে
তোমার সাথে তোমার সাথে
হারিয়ে যেতে চায়
তোমার মাঝে তোমার মাঝে ।।
রাত সকাল লিখছে তোমার হাত নাম
তুমি আসোনা মন বাঁচেনা তোমায় ছাড়া
তোমায় ছেড়ে কোথাও যাবো না
কা আছে আর তুমি ছাড়া এ আমার
ইচ্ছেরা মেলেছে দেখো
আজ ডানা আজ ডানা
তোমার সাথে পালাবো
নেই কোন বাধা কোন বাধা ।।
সব সীমানার লাগাম আজ
তুমি ভেঙ্গে দাওনা
মন বাঁচেনা তোমায় ছাড়া
তোমায় ছেড়ে কোথাও যাবো না
কি আছে আর তুমি ছাড়া এ আমার
প্রেম কি আগে বুঝিনি
বুঝিনি তো আগে
আজকে হলো রে আমার …ঐ।।
পাখি যা যা যারে পাখি যা যা যা আকাশে উড়ে
রাখবোনা আর খাঁচায় তোরে ধরে
আমার বন্ধু এসেছে আমার মনের ঘড়ে ।।
পাখি যা যা যারে পাখি যা যা যা আকাশে উড়ে
রাখবোনা আর খাঁচায় তোরে ধরে
আমার বন্ধু এসেছে আমার মনের ঘড়ে,
এতদিন তুই বন্দি ছিলি বুঝিনি তখন
মনের মানুষ থাকলে সরে হয়রে কেমন মন ।।
বনধুকে যে বড় ভালোবাসি
মনটা যে থাকে তাই তো উদাসী ।।
পাখি যা যা যারে পাখি যা যা যা আকাশে উড়ে
রাখবোনা আর খাঁচায় তোরে ধরে
আমার বন্ধু এসেছে আমার মনের ঘড়ে,
মনের মাঝে স্বপ্ন দেখার লাগে শিহিরন
জানিনা সে কিভাবে যে করলো নিমন্ত্রন ।।
একা একা বসে আমি ভাবি
ভালোলাগা কাকে বলে নাকি ।।
পাখি যা যা যারে পাখি যা যা যা আকাশে উড়ে
রাখবোনা আর খাঁচায় তোরে ধরে
আমার বন্ধু এসেছে আমার মনের ঘড়ে ।।
রূপালী রাতে তুমি দূরে সরে থেক না
এসোনা নেচে গেয়ে ভরি মনের আঙ্গিনা
ফুলে ফুলে ফুলে ফুলে প্রজাপতি বসনা
তুলি দিয়ে পাখনায় ছবি তুমি আঁকনা
জাদু একে যাও তুমি
এই দুই নয়নে
ভেবে নিতে পারি আমি
বন্ধু আজ তোমাকেই
না কিছু ভাবিনা
কিছুই বুঝিনা
কিছুই মানি না ……. আ ………
জাদু একে যাও তুমি
এই দুই নয়নে
ভেবে নিতে পারি আমি
বন্ধু আজ তোমাকেই
বন্ধু তোমায় আজ কাছে পেয়ে
মনটা আমার উঠে নেচে গেয়ে
চোখে চোখে বলে কথা
ভালো লাগা যতো ভালবাসা
নতুন করে তুমি দিবে আশা(২)
এখন যে লেগেছে মনের ফাগুন
মনটা আর বাধা যায় না (২)
মনে আশা জাগে প্রিয়তম
উদাসী মনটা মানে না
দূরে দূরে তবু কাছে আছি
ভালো লাগে তাই ভালোবাসি
মনটা যে মনেতে রইল
দু’চোখে কেন যে ঘুম আসে না
আধার আলো হয়ে
ভোর আসে না ʅʅ
হৃদয় আকাশ জুড়ে তুমি আছো
আর তো কোন কিছু চাই না(২)
ভালোলাগা জানি ভালোবাসা
চেনা মনেরী আঙ্গিনা
দূরে দূরে তবু কাছে আছি
ভালো লাগে তাই ভালোবাসি
দু’চোখে কেন যে ঘুম আসে না
আধার আলো হয়ে
ভোর আসে না ʅʅ
ভালো লাগা যতো ভালবাসা
নতুন করে তুমি দিবে আশা(২)
হৃদয়ে কান পেতে শোন
স্পন্দনে শুধু বাজে তুমি যে
তুমি যদি না বোঝ
আশা নিভে যাবে এই মনেতে ʅʅ
মনের মাঝে মন
হারালো কখন
ভাবনার আড়ালে
একা একা আজ
ভালো লাগে না
এখন তুমি ছাড়া
হারিয়ে যেতে চাই ভাবনায়
শুধু তোমারী ভালোবাসায় ʅʅ
বন্ধু তুমি কি পথ ভুলে চলে গেলে ʅʅ
আমায় একাকী ফেলে তুমি চলে গেলে
তুমি তো জানলে না
কতটা অসহায়
তোমারী প্রেমহীনা
আমি যে নিরূপায়
আমাকে শূণ্যে শূণ্যে করে
চলে গেলে বন্ধু……………. ʅʅ
পারি না তো
তোমাকে ভুলে যেতে
মনেরী প্রেম
বাড়ে যে খেয়ালে
তোমারী সুখ
আঁকি যে নিরালে
একা একা মনেরী দেয়ালে
কাটে না দিনগুলো
তোমারী প্রেমহীনা
মনেরী কষ্ট
বাড়ে তুমি বিনা
আমাকে শূণ্যে শূণ্যে …………….. ʅʅ
নীরবতা মনেরী কোণ ঘেষে
বাড়ে জ্বালা তোমাকে ভেবে ভেবে
অকারণে তোমারী পথ ধরে
হেটে হেটে যায় যে দিন গুণে
মনেরী যন্ত্রণা
তোমারী কাছে পাওয়া
বিরহ বেদনা
সে তো তোমারী চাওয়া
আমাকে শূণ্যে শূণ্যে …………….. ʅʅ
পলাশ ফুটেছে কোকিল ডেকেছে
সবুজ প্রান্তর শিশির মেখেছে
নদী বয়েছে সাগর ডেকেছে
রূপালী চরে রূপে সেজেছে।
মধুর বাঁশির সুর বেজে উঠে ঐ গাঁয়ে
সুতোয় বুনে পল্লী বধু নকশী কাঁথা যায় এঁকে
ধুম পড়েছে পিঠে খাওয়ার বন্ধুদের
পৌষ ফাগুনের পরম আবেশে
সকালের ঐ রোদ মেখে
সুখের ঠিকানা এ দেশ যে আমার
আমার বাংলাদেশ।
সাওতালী নাচের তালে তালে মন দোলে
কচি পাতার বন মন উনমন
গন্ধে মুকুল যায় ভড়ে
পাহাড় ঘেঁষে মেঘ ছুঁয়ে যায় এই দেশে
রাঙ্গামাটি পথ আঁকা বাঁকা মন
সেই খানে যে যাই ছুটে
এইতো পরিচয়, এই দেশ যে আমার
আমার বাংলাদেশ।
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ,বাংলাদেশ,
প্রতিটা সময় প্রতিটা ক্ষণে তুমি যে আমারি
জীবনের এই সুখের ঠিকানা তুমি যে আমারি
সকালের ওই সূর্য স্নানে দেখি তোমার ছবি
বিকেলের ওই গোধুলী আলোই আঁকি তোমার ছবি
তুমি যে আমারি ,তুমি যে আমার, তুমি যে আমারি—-
তোমাকে দেখে ধন্য দুচোখ জুড়ায় আমার প্রাণ
মধুর মধুর বানী সাজাই গাই তোমারি গান
গাই তোমারি গান, গাই তোমারি গান, গাই তোমারি গান—-
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে,
পাড় হয়ে গরু পাড় হয় গাড়ী, দুই ধার উচু তার ঢালু তার পাড়ি
দুপুরের এই ঘুঘু ডাকা ডালে ক্লান্তির অবসান
কলকল নদী জলজল পথে বয়ে চলে অবিরাম ʅʅ
বটমুলের ছায়া আঁচলে বিছানো সুখেরি আঙ্গিনায়
তোমাকে পেয়ে ধন্য আমি আর কিছুই চাইনা
কিছুই চাইনা, কিছুই চাইনা, ও, ও, কিছুই চাইনা—–
ভোর হলো দোর খোল খুকুমনি ওঠে রে, ঐ ডাকে জুঁই-শাখে ফুল-খুকি ছোটরে
খুলি হাল তুলি পাল ঐ তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলল
কবিতার সাথে জোনাকী চলে আবেগের এই প্রাণ
হাছনাহেনার রজনীগন্ধা ছড়িয়েছে সুঘ্রাণ ʅʅ
তুমি যে আমার মধুর স্বপ্ন মধু মাখা জোছনা
তোমাকে দেখে স্বর্গ চিনেছি আর কিছুই চাই না,
কিছুই চাই না, কিছুই চাই না, ও, ও, কিছুই চাই না—
একটু সময় তুমি যে ছাড়া কাটে না আমারি
হৃদয়ের যত গভীরে থাকো তুমি যে আমারি
সকালের ওই সূর্য স্নানে দেখি তোমার ছবি
বিকেলের ওই গোধুলী আলোই আঁকি তোমার ছবি
তুমি যে আমারি ,তুমি যে আমার, তুমি যে আমারি—-
তুমি যে আমার সোনার বাংলা প্রিয় জন্ম ভূমি
তুমি যে আমার স্বধীনতার গান আমার মাতৃভূমি
গাই তোমারি গান, গাই তোমারি গান, গাই তোমারি গান—-
এই দেশের জন্যে যুদ্ধ করে দিয়ে গেছো যারা প্রাণ ʅʅ
আমি তাদের জানাই আমার মনের সবটুকু সম্মান
এই দেশের জন্যে যুদ্ধ করে দিয়ে গেছো যারা প্রাণ ।
দুচখে আমি দেখিনি শুনেছি যখন মায়ের মুখে
ক্ষুধার্ত পেটে অস্ত্র হাতে ছুটেছো তোমরা দূরগম বেগে
শত্রূকে আর ছাড়বে না কেউ এই তোমাদের পণ ,
আমি তাদের জানাই আমার মনের সবটুকু সম্মান
এই দেশের জন্যে যুদ্ধ করে দিয়ে গেছো যারা প্রাণ ।
সেই কথা কেউ ভুলেনি, সম্ভ্রম হারা শত শত নারী
পায়ে তুলি মোরা শিশুর সারি গৃহ হীন যত বাঙ্গালী
নিজেদের সুখ অর্পন করি ছিনিয়ে এনেছো মান
আমি তাদের জানাই আমার মনের সবটুকু সম্মান
এই দেশের জন্যে যুদ্ধ করে দিয়ে গেছো যারা প্রাণ ।
এই দেশের জন্যে যুদ্ধ করে দিয়ে গেছো যারা প্রাণ ʅʅ
আমি তাদের জানাই আমার মনের সবটুকু সম্মান
এই দেশের জন্যে যুদ্ধ করে দিয়ে গেছো যারা প্রাণ ।
বাংলা আমার প্রথম সকাল
প্রথম রাত্রী দিন (২)
বাংলা আমার কিশোর বেলার
হাজার খেলার হাজার মেলার
গল্প বলার দিন
বাংলা আমার প্রথম সকাল
প্রথম রাত্রী দিন ʅʅ
ঘুঘু ডাকা নীরব দুপুর
গাছের শীতল ছায়া
দিঘির জলে কলমীলতায়
মায়ের স্নেহ মাখা (২)
কলসী কাঁখে গাঁয়ের বধূ
আলতা পায়ে ছন্দ মধুর
পদ্ম দিঘির ঘাটে
কতই স্বপ্ন আঁকে
বাংলা আমার প্রথম সকাল
প্রথম রাত্রী দিন ʅʅ
বনোফুলের গন্ধ ছড়ায়
দিগন্তের ঐ মাঠে
রাত্রী হলে জোনাক জ¦লে
চাঁদ তারাদের সাথে (২)
ঘাস ফড়িং এর রঙ্গীন পাখায়
লাল সবুজের স্বপ্ন সাজায়
সারা আকাশ জুড়ে
মেঠো গানের সুরে
বাংলা আমার প্রথম সকাল
প্রথম রাত্রী দিন ʅʅ
পতাকায় উড়ছে মান
পতাকায় যে সম্মান (২)
শুধু তোমার আমার এই দেশ
আমাদের দেশ
বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ʅʅ
আমাদের দেশের মানচিত্র
সে তো রক্ত দিয়ে আঁকা
কখনো ভুলবোনা আমরা তাদের
হৃদয়ে স্মৃতি মাখা (২)
তোমার আমার এই দেশ
তোমার আমার এই দেশ
বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ʅʅ
আমাদের মধুর বাংলা ভাষা
সে তো যুদ্ধ করে পাওয়া
মায়ের আঁচলে আছে বাঁধা
যাবেনা কখনো মোছা (২)
তোমার আমার এই দেশ
তোমার আমার এই দেশ
বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ʅʅ
ভুলিনি কেউ আজও ভুলিনি তোমাকে
ভুলবোনা কেউ কোন দিনও
অর্জন তুমি সকলের
রক্ত দিয়ে লিখেছি যে নাম
থাকবো সারা জনম ভর
গেঁথে আছ তুমি এ মনেতে
লাল সবুজে একাকার
তুমি তুমি বাংলাদেশ আমার
স্বপনের এই বাংলাদেশ
মাথা উঁচু করে রাখবো তোমায়
এই অপার বিস্ময়ে ʅʅ
আলো আধারের সেই রাতে
যখন যুদ্ধ রক্তের সাথে
লাল দিয়ে কিনেছি মোরা
সবুজের এই দেশটাকে (১)
রক্ত দিয়ে লিখেছি যে নাম ʅʅ
……………………………..
তুমি তুমি …………………..
হৃদয়ে সাথে আছে গাঁথা
শহীদের যতো স্মৃতি আঁকা
কিছুতেই দেবো না হারাতে
অর্জিত এই স্বাধীনতাকে (১)
রক্ত দিয়ে লিখেছি যে নাম
থাকবো সারা জনম ভর
গেঁথে আছ তুমি এ মনেতে
লাল সবুজে একাকার
তুমি তুমি বাংলাদেশ আমার
স্বপনের এই বাংলাদেশ ʅʅ
সবুজ শ্যামল এই দেশ রে
গল্প বলার এই দেশ রে
যেখানে চোখ যায় মন ছুয়ে যায়
হয় না রুপের কোন শেষ রে (২)
নদীর বুকে পাল তুলিয়া নৌকা ভেসে যায়
ভাটিয়ালীর সুরে সুরে মাঝি গান গায় (২)
আমার প্রাণ জুড়িয়ে যায় ফাগুন এ হাওয়ায়
আমার চোখ জুড়িয়ে যায় দূর সীমানায় ʅʅ
রাখাল ছেলে বাজায় দূরের মাঠে বাঁশি
সুরে সুরে দোলে সোনালী রাশি (২)
গোধূলীতে ক্লান্ত পাথি নীড়ে ফিরে যায়
নীড়ে ফিরে যায় নীড়ে ফিরে যায় ʅʅ
লালন, হাসান, আব্বাস উদ্দিন করিম এর দেশে
বাউল সুরের দোতারাতে মন যে উঠে মেতে (২)
তারা ধন্য করলো সোরার বাংলা
জন্মে এই দেশে ও ভাই
জন্মে এই দেশে ʅʅ
সবুজ শ্যামল ………………… ʅʅ
ঝিলের জলে পদ্ম ফোটা
অপরূপ একটা দেশ
নয়ন জুড়ায় দেখলে তারে
শান্তি-সুখে বেশ . . . . . . . . (২)
আহা অপরূপ একটা দেশ
আহা শান্তি-সুখে বেশ
আহা সোনার বাংলাদেশ ʅʅ
বাঊল যখন গান ধরে রে
একতারাটার সুরে
মনযে আমার যায় হারিয়ে
যায় রে বহুদূরে
……………………ধানের ক্ষেতে
পাকা ধানের বেশ
আহা মধুর পরিবেশ
আহা শান্তি-সুখে বেশ
আহা সোনার বাংলাদেশ ʅʅ
দাঁড় বেয়ে গান গায়রে মাঝি
যখন ঢেউয়ের তালে
ঢেউয়ের পরে ঢেউ খেলে যায়
খেলে নদীর জলে
পৌষ এলে ধুম পড়ে যায়
………………………… বেশ
আহা শান্তি-সুখে বেশ
আহা মধুর পরিবেশ
আহা সোনার বাংলাদেশ ʅʅ
রক্তের দামে সূর্য কিনেছি
পেয়েছি প্রিয় স্বদেশ
হাতে হাত রেখে মোরা যুদ্ধ করেছি
ভুলেছি হিংসা বিদ্বেষ
আমাদের পতাকা তাই
সূর্যের সাথে উড়ে
দিগন্তহীন সবুজের বুক জুড়ে
রক্তের ……………………….. ʅʅ
উঠে ছিলো গর্জে
মুক্তিযোদ্ধার প্রাণ
আকাশে বাতাসে ছিলো
স্বাধীনতার গান (২)
শত্রæ হানাদার মেনেছিলো পরাজয়
দেখেছিলো বিশ^ বাংলার হৃদয়
রক্তের ……………………….. ʅʅ
গড়ে ছিলো দূর্গ
রাখতে দেশের মান
হাসি মুখে করেছিলো
লক্ষ প্রাণ দান (২)
শহীদের সম্মান রাখবো এ প্রত্যয়
হবেই বাংলার অবাক বিস্ময়
রক্তের ……………………….. ʅʅ
পাওনি তোমরা আতর গোলাপ
পাওনি কাফনের কাপড়
রক্ত দিয়েছো দেশেরি জন্যে
এনেছো স্বপ্ন সাগর
ও ভাই , ও বোন
অন্তরে থাকবে সারাটি জীবন
পাওনি তোমরা ………… ʅʅ
অর্ধেক মাটি চাপা
অর্ধেক বাহিরে
দু’চোখে যায় না দেখা
উঠানে খালে বিলে
ছিটানো মরদেহ
ঠিক যেন মৃতসভা (২)
নীরব আওয়াজ বয়ে চলে যায়
বাংলা আমাদের, আমাদের যেন রয়
পাওনি তোমরা ………………. ʅʅ
অশুভ আলামত
করেছো প্রতিরোধ
হওনি কখনো পিছুপা
জীবন প্রদীপ
নিভিয়ে তোমরা
সাজিয়ে দিয়েছো পতাকা (২)
কখনো ভুলবোনা অবদান তোমাদের
সাহস শক্তি তোমরা আমাদের
পাওনা তোমরা ……………. ʅʅ
এক হাতে অস্ত্র
এক হাতে পতাকা
মুখে তার বিজয়ের গান
ছুটে আসে ঐ এদেশের সন্তান
রেখে সে বড় অবদান
ও আমার দেশ বাংলাদেশ
তোমাকে নিয়ে গর্ব আমার ʅʅ
করুনা কখনো চাই না আমরা
স্বাধীন বাংলাদেশে
মিথ্যে পরিচয় দেই না আমরা
দেশকে ভালোবেসে (২)
তুমি যেন আজ
মায়া দিয়ে যাও
মনের এই প্রেম
তুমি ছুঁয়ে দাও
এ কোন সুরের আবেশে ʅʅ
সবুজ শ্যামল ফসলে ভরা
বাঁকা মেছো পথে
কাঁশবন হাওয়ায় দোল খেয়ে যায়
নদীর রূপালী ¯্রােতে (২)
এত রূপসী আমার এই দেশ
দু’চোখের প্রেম হয়নাতো শেষ
বাংলাকে ভালোবেসে ʅʅ
জন্মভূমি তুমি সোনার বাংলাদেশ
সব এখানে শান্তির নেই কোন শেষ
রক্তেরি লাল পেয়েছি এই সবুজের বুকে
গেঁথেছি এই বাংলা মনে প্রানে তুমি আমার দেশ
তুমি আমার সোনার বাংলাদেশ, তুমি আমার সোনার বাংলাদেশ।
উপমা তুমি প্রকৃতির এই বড় আয়োজনে
বাতাসে দোলে মন এ কেমন মিল সুর ছন্দে
পারিনা গো যেতে অন্য কোথাও তোমায় ছেড়া
কি ভাবে যাই তুমি আছো মা গো
সবুজ বাঁধনে বাঁধা বেস তুমি আমর এই বাংলাদেশ
তুমি আমার সোনার বাংলাদেশ, তুমি আমার সোনার বাংলাদেশ।
আকাশ ছুয়ে যায় নদীর ঐকলতানে
পাখিরা গান গায় ঐ ঝরনার সুমধুর ডাকে
এ কেমন রূপ তোমার আমায় তোমার কাছে ডাকে
গেঁথেছি এই বাংলা মনে প্রানে
তুমি আমার দেশ সোনার বাংলাদেশ,…