রূপালী রাতে তুমি দূরে সরে থেক না
এসোনা নেচে গেয়ে ভরি মনের আঙ্গিনা
ফুলে ফুলে ফুলে ফুলে প্রজাপতি বসনা
তুলি দিয়ে পাখনায় ছবি তুমি আঁকনা
জাদু একে যাও তুমি
এই দুই নয়নে
ভেবে নিতে পারি আমি
বন্ধু আজ তোমাকেই
না কিছু ভাবিনা
কিছুই বুঝিনা
কিছুই মানি না ……. আ ………
জাদু একে যাও তুমি
এই দুই নয়নে
ভেবে নিতে পারি আমি
বন্ধু আজ তোমাকেই
বন্ধু তোমায় আজ কাছে পেয়ে
মনটা আমার উঠে নেচে গেয়ে
চোখে চোখে বলে কথা
ভালো লাগা যতো ভালবাসা
নতুন করে তুমি দিবে আশা(২)
এখন যে লেগেছে মনের ফাগুন
মনটা আর বাধা যায় না (২)
মনে আশা জাগে প্রিয়তম
উদাসী মনটা মানে না
দূরে দূরে তবু কাছে আছি
ভালো লাগে তাই ভালোবাসি
মনটা যে মনেতে রইল
দু’চোখে কেন যে ঘুম আসে না
আধার আলো হয়ে
ভোর আসে না ʅʅ
হৃদয় আকাশ জুড়ে তুমি আছো
আর তো কোন কিছু চাই না(২)
ভালোলাগা জানি ভালোবাসা
চেনা মনেরী আঙ্গিনা
দূরে দূরে তবু কাছে আছি
ভালো লাগে তাই ভালোবাসি
দু’চোখে কেন যে ঘুম আসে না
আধার আলো হয়ে
ভোর আসে না ʅʅ
ভালো লাগা যতো ভালবাসা
নতুন করে তুমি দিবে আশা(২)
হৃদয়ে কান পেতে শোন
স্পন্দনে শুধু বাজে তুমি যে
তুমি যদি না বোঝ
আশা নিভে যাবে এই মনেতে ʅʅ
মনের মাঝে মন
হারালো কখন
ভাবনার আড়ালে
একা একা আজ
ভালো লাগে না
এখন তুমি ছাড়া
হারিয়ে যেতে চাই ভাবনায়
শুধু তোমারী ভালোবাসায় ʅʅ
বন্ধু তুমি কি পথ ভুলে চলে গেলে ʅʅ
আমায় একাকী ফেলে তুমি চলে গেলে
তুমি তো জানলে না
কতটা অসহায়
তোমারী প্রেমহীনা
আমি যে নিরূপায়
আমাকে শূণ্যে শূণ্যে করে
চলে গেলে বন্ধু……………. ʅʅ
পারি না তো
তোমাকে ভুলে যেতে
মনেরী প্রেম
বাড়ে যে খেয়ালে
তোমারী সুখ
আঁকি যে নিরালে
একা একা মনেরী দেয়ালে
কাটে না দিনগুলো
তোমারী প্রেমহীনা
মনেরী কষ্ট
বাড়ে তুমি বিনা
আমাকে শূণ্যে শূণ্যে …………….. ʅʅ
নীরবতা মনেরী কোণ ঘেষে
বাড়ে জ্বালা তোমাকে ভেবে ভেবে
অকারণে তোমারী পথ ধরে
হেটে হেটে যায় যে দিন গুণে
মনেরী যন্ত্রণা
তোমারী কাছে পাওয়া
বিরহ বেদনা
সে তো তোমারী চাওয়া
আমাকে শূণ্যে শূণ্যে …………….. ʅʅ
বন্ধু তোমায় আজ কাছে পেয়ে
মনটা আমার উঠে নেচে গেয়ে
চোখে চোখে বোলো কথা
ভাল লাগা যত ভালবাসা
এখন যে লেগেছে মনের ফাগুন
মনটাকে আর বাঁধা যায় না
এখন যে লেগেছে মনের ফাগুন
মনটাকে আর বাঁধা যায় না
মনে আশা জাগে প্রিয়তম
উদাসী মনটা মানে না
দূরে দূরে তবু কাছে আছি
ভাল লাগে তাই ভালবাসি
মনটা যে মনেতে রয় না
দু চোখে কেনও যে ঘুম আসে না
হৃদয় আকাশ জুড়ে তুমি আছো
আর তো কোনও কিছু চাইনা
হৃদয় আকাশ জুড়ে তুমি আছো
আর তো কোনও কিছু চাইনা
ভাল লাগা জানি ভালবাসা
চেনা মনেরি আঙ্গিনা
দূরে দূরে তবু কাছে আছি
ছোট ছোট আশাতে
শিল্পীঃ নীলু আহসান ও নাফিস
কথাঃ নীলু আহসান
সুর ও সংগীতঃ আহমেদ ফরিদ
কোডঃ 4022863