হৃদয়ে কান পেতে শোন স্পন্দনে শুধু বাজে তুমি যে
তুমি যদি না বোঝ আশা নিভে যাবে এই মনেতে ।।
মনের মাঝে মন হরালো কখন ভাবনার আড়ালে
একা একা আজ ভালো লাগেনা এখন তুমি ছাড়া
হারিয়ে যেতে চাই ভাবনায় শুধু তোমারি ভালোবাসায়,
চুপি চুপি মন কাড়ায়েছি কোন স্বপ্নের চাদরে
তোমাকে পেয়ে হারালো যে মন ভালোবাসার আদরে
বন্ধু হয়েছি আজ দুজনায় যাবো স্বপ্নেরি ঠিকানায়,
হৃদয়ে কান পেতে শোন স্পন্দনে শুধু বাজে তুমি যে
তুমি যদি না বোঝ আশা নিভে যাবে এই মনেতে ।।
বন্ধু তোমায় আজ কাছে পেয়ে
মনটা আমার উঠে নেচে গেয়ে
চোখে চোখে বোলো কথা
ভাল লাগা যত ভালবাসা
এখন যে লেগেছে মনের ফাগুন
মনটাকে আর বাঁধা যায় না
এখন যে লেগেছে মনের ফাগুন
মনটাকে আর বাঁধা যায় না
মনে আশা জাগে প্রিয়তম
উদাসী মনটা মানে না
দূরে দূরে তবু কাছে আছি
ভাল লাগে তাই ভালবাসি
মনটা যে মনেতে রয় না
দু চোখে কেনও যে ঘুম আসে না
হৃদয় আকাশ জুড়ে তুমি আছো
আর তো কোনও কিছু চাইনা
হৃদয় আকাশ জুড়ে তুমি আছো
আর তো কোনও কিছু চাইনা
ভাল লাগা জানি ভালবাসা
চেনা মনেরি আঙ্গিনা
দূরে দূরে তবু কাছে আছি
মেয়ে: ছোট্ট ছোট্ট আশাতে
চলো বাধি বাসা দু’জনে
অল্প অল্প কথাতে
এসো কাব্য লিখি কুজনে
আজকে যে মনটা আমার
প্রেমেরী হাওয়ায় দোলে ʅʅ
ছেলে: যেদিকে দু’চোখ যায়
চলোনা হারিয়ে যাই
কোন বাধা মানি না
ভালোবাসার সীমানায়
মেয়ে: তুমি আমি আজ একিই সাথে
স্বপ্নেতে মিলিয়ে যাই ʅʅ
ঠিকানা খুজি না তুমি আছ বলে
মেয়ে সাগরী সুখ মিলে তুমি প্রেম দিলে
পূর্ণিমা রাতে আলো
মাখি গায়ে দু’জনায় ʅʅ
ছেলে: আমার হৃদয় আকাশে
তুমি যে সুখের তারা
আমার মনের গভীরে
তুমি যে ঝর্ণা ধারা
মেয়ে কখনো ভুলে যেওনা
তুমি যে আমাকে
কাব্যেরী পাতাতে লিখেছি তোমাকে
মনেরী ভাবনায় ভেবেছি তোমাকে
সাগরের নোনা জলে
মন ভেজাবো দু’জনায়।
ছেলে তুমি যে আমার ছবি
হৃদয়ে তোমায় আকি
ফুলের মত তুমি
জড়িয়ে তোমায় রাখি
মেয়ে রঙ্গিন ফুলে তুমি প্রজাপতি
তোমারী কাছে থাকি ʅʅ
ছোট্ট ছোট্ট আশাতে
একাকী হৃদয়ে তোমাকে শুধু চায়
ঊষ্ণ হৃদয় তৃষ্ণাতে জড়ায়
বৃটিশ ছোঁয়া ভিজিয়ে দিতে চায়
এই মনেতে এই আশাতে
তোমাকে নিয়ে ভেবে ভেবে এ হৃদয়
নির্জনতায় বসে থাকে সারাক্ষন
এসে গেছো তুমি এই মনে হয়
উদাসী হাওয়া ছুঁয়ে ছুঁয়ে চলে যায়
স্বপ্ন ছুঁয়ে যায় দুই চোখেরই তারায়
একাকী হৃদয়ে তোমাকে শুধু চায়
ভাবছি তোমাকে মনেরই আঙিনায়
হারিয়ে দুজনে নেই পাহাড়ের সীমানা
নীল পালকি চড়ে ভেসে যাবো দুজনেই
রংধুনুর ওই রঙেরও দেশে মিশে যাবো দুজনেই
ক্ষনে ক্ষনে কাছে এস তুমি হারিয়ে যায় নীলিমায়
তোমাকে নিয়ে ভেবে ভেবে এ হৃদয়
নির্জনতায় বসে থাকি সারাক্ষন
এসে গেছো তুমি এই মনে হয়
উদাসী হাওয়া ছুঁয়ে ছুঁয়ে চলে যায়
স্বপ্ন ছুঁয়ে যায় তোর চোখেরই তারায়
একাকী হৃদয়ে তোমাকে শুধু চায়
ইচ্ছে পাখি হয়ে উড়ে যাবো দুজনাই
ঘাস ফড়িঙের সাথে লুকোচুরি খেলবো আজ
শিশির বিন্দু মুক্ত কণা জড়িয়ে জড়িয়ে পায়
ক্ষনে ক্ষনে কাছে এস তুমি হারিয়ে যায় নীলিমায়
তোমাকে নিয়ে ভেবে ভেবে এ হৃদয়
নির্জনতায় বসে থাকি সারাক্ষন
এসে গেছো তুমি এই মনে হয়
উদাসী হাওয়া ছুঁয়ে ছুঁয়ে চলে যায়
তোমাকে নিয়ে ভেবে ভেবে এ হৃদয়
নির্জনতায় বসে থাকি সারাক্ষন
স্বপ্ন ছুঁয়ে যায় দুই চোখেরই তারায়
একাকী হৃদয়ে তোমাকে শুধু চায়
ভাবছি তোমাকে মনেরই আঙিনায়