তোমার দেখা পেয়ে আজ কি হলো
উড়ছে মন যে আমার তোমার পানে
আবছা ছবি ভাসে চোখের কোণে
দেখা না হলে মনে আজ মেঘ জমে
দিন শুরু হয় তোমার কথায়
এই মন যে আজ খোঁজে তোমায়
তোমায় ভালোবেসে মন ডুবে যেতে চায়
মনটা তোমায় টানে আমার মনটা তোমায় টানে,
খঁজে বেড়ায় মন জানিনা কি কারণ
পুড়ছি তোমার প্রেমে
অল্প অল্প গল্প এ মনে লিখেছি তোমায় নিয়ে
ভালোবাসা আরও বেড়ে যায় এ মনে ʅʅ
মনটা তোমায় টানে আমার মনটা তোমায় টানে,
হালকা আবেশে মিষ্টি বাতাসে
তোমার ছোঁয়া শুধু পাই
ফুরাবে না এ আশা মনে যত ভালোবাসা
রয়ে যাবে সারাটি ক্ষন
সুখের কবিতা লিখে যাই এ মনে ʅʅ
মনটা তোমায় টানে আমার মনটা তোমায় টানে,
তোমার দেখা পেয়ে আজ কি হলো
উড়ছে মন যে আমার তোমার পানে
আবছা ছবি ভাসে চোখের কোণে
দেখা না হলে মনে আজ মেঘ জমে
দিন শুরু হয় তোমার কথায়
এই মন যে আজ খোঁজে তোমায়
তোমায় ভালোবেসে মন ডুবে যেতে চায়
মনটা তোমায় টানে আমার মনটা তোমায় টানে।
তোর নীল চোখের তারায়
ভালোবাসা আবীর ছড়ায়
তোর প্রেমেরই নেশায়
এলোমেলো করে আমায় ʅʅ
দূরে আর থাকা না যায়
আসে যায় প্রেমেরই ভেলায়
নিয়ে গেলি আমার এই দিল
ছুঁয়ে দিলি আমার এই দিল ʅʅ
মনের কিনারে তুই আয় চলে
আরো তোকে ভালোবাসতে চায়
হৃদয় গভীরে রাখি আদরে
আরো কথা বলতে চায়
মনটা একেলা তোরি প্রেমে
ঘুরে বেড়াই তোরি মনেরই খামে
মনটা উতলা তোরি প্রেমে
ঘুরে বেড়াই তোরি মনেরই খামে
কি যেন কি হয়, তোর প্রেমেরই নেশায়
নিয়ে গেলি আমার এই দিল
ছুঁয়ে দিলি আমার এই দিল ʅʅ
রোদ মাখা ওই রঙিন বিকেলে
তোর চুলের গন্ধ মেখে যাই
তোর চোখেরই ওই আয়নাতে
আমাকেই শুধু দেখে যাই
দৃষ্টি দুষ্ট চোখের ইশারা
হাসির সাথে ছলকে পড়া ʅʅ
কি করি এখন যে হায়
তুই ছাড়া নেই তো উপায়
নিয়ে গেলি আমার এই দিল
ছুঁয়ে দিলি আমার এই দিল ʅʅ
তোর নীল চোখের তারায়
ভালোবাসা আবীর ছড়ায়
তোর প্রেমেরই নেশায়
এলোমেলো করে আমায় ʅʅ
দূরে আর থাকা না যায়
আসে যায় প্রেমেরই ভেলায়
নিয়ে গেলি আমার এই দিল
ছুঁয়ে দিলি আমার এই দিল ʅʅ
খোলা জানালায় বসে ভাবছি দুজনায়
সাগর বেলায় ঢেউয়ের খেলায়
হাত ধরে ছোটাছোটি এলোমোলো দুজনায়
খোলা জানালায়………………………………
এক পা দু পা করে ভালোবাসার আবেগে
আমার দুটি চোখেতে তুমি যাও হারিয়ে
ঢেউয়ের নুপুর হয়ে ছুয়ে যাও দু-পায়ে
ছুয়ে যাও দু-পায়ে……………………………..
মূদু একটু হেঁসে তুমি দেখছো আমাকে
ঢেউয়ের ভাঁজে ভাঁজে মিশে আছো হৃদয়ে
চাঁদের আলো মেখে ছুয়ে দাও আমাকে
ছুয়ে দাও আমাকে……………………………….
খোলা জানালায় বসে ভাবছি দুজনায়
সাগর বেলায় ঢেউয়ের খেলায়
হাত ধরে ছোটাছোটি এলোমোলো দুজনায়
খোলা জানালায়………………………………
This entry was posted on Monday, August 12th, 2019 at 4:35 pm
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
Tags: audio;, Eid;, Modern, News, Post formats
Posted in: Audio, Modern, News, Post formats