গুণী কথা শিল্পী প্রয়াত কামরুজ্জামান ভাইয়ের ইচ্ছে থেকে এই এ্যালবামটিতে কাজ করা। আলাল ওয়ারিদ নামে এক তরুন সুরুকার কে তিনিই আবিষ্কার করেছিলেন এবং ডুয়েট তাঁকে এ্যালবামে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। তবে দুঃখজনক হলেও সত্য এই এ্যালবামের পুরোপুরি কাজ শেষ হওয়ার আগেই কামরাজ্জামান ভাই অসুস্থ্য হয়ে পড়েন এবং পরবর্তীতে জানতে পারলাম দূরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত হোন। এটি খুবই পীড়া দিয়েছিল আমাদের সঙ্গীত সমাজকে। এই এ্যালবামে ৬টি গান ছিল আমার নিজের কথায়।
কেড়ে নিতে চাই মনটা তোমার অ্যালবামের গানসমুহ:
১। মিলি হেসোনা
২। আকার থেকে তাঁরা
৩। রুপসী ও রুপসী গো
৪। প্রেয়সী বড়ই তুমি রঙ্গিনী
৫। আনচান আনচান
৬। ঝিকি মিকি রূপালী
৭। সোহাগী মিষ্টি মেয়ে
৮। যাও কেন রাগ করে
৯। বিষের পেয়ালা
১০। তোমাকে নিয়ে যে আমি
This entry was posted on Sunday, January 27th, 2013 at 1:11 pm
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
Posted in: News, Post formats, Standard
Leave a Reply
You must be logged in to post a comment.